Advertisement
Advertisement

Breaking News

কপিলের অনুষ্ঠানে আর ফিরবেন না সুনীল, নিশ্চিত করলেন রাজু

রাজু শ্রীবাস্তবকে নিজেই একথা জানিয়েছেন।

Won't return to 'The Kapil Sharma' show, says Sunil Grover
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 3, 2017 1:20 pm
  • Updated:June 3, 2019 7:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ‘দ্য কপিল শর্মা’ শোয়ে ফিরবেন না সুনীল গ্রোভার। না সুনীল নয়, একথা জানালেন রাজু শ্রীবাস্তব। যিনি কিনা কপিলের অনুষ্ঠানে সুনীলের জায়গায় সুযোগ পেয়েছেন। রাজু নিজেই কপিল এবং সুনীলের ঝামেলা মেটানোর জন্য উদ্যোগী হয়েছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হন। সুনীল তাঁকে সাফ জানিয়ে দেন ওই অনুষ্ঠানে আর ফিরবেন না।

[রাশিয়ায় মেট্রো স্টেশনে জোড়া বিস্ফোরণ, মৃত অন্তত ১০]

কয়েকদিন আগে যেখানে কপিলের অনুষ্ঠানের শুটিং হয়েছিল, তার পাশেই ছিল ইন্ডিয়ান আইডলের শুটিং। সেখানেই রাজুর সঙ্গে দেখা হয় সুনীল গ্রোভার ওরফে ডঃ ‘মসুর গুলাটি’র। সেখানেই সুনীল রাজুকে জানান, ‘রাজু ভাই তুমি তো আমাকে অনেকদিন ধরেই চেনো। আমার মধ্যে কোনও ঔদ্ধত্য আছে বা আমার জনপ্রিয়তা খুব পছন্দ তাও নয়। কিন্ত আমার সঙ্গে খুব খারাপ হয়েছে। আমি অনুষ্ঠানে আর ফিরব না। কপিল শুধরে গেলেও নয়।’ একই জায়গায় শুটিংয়ের কারণে কী একে-অপরের সঙ্গে কথা বলেছেন কপিল এবং সুনীল? এই প্রশ্নের উত্তরে রাজু বলেন, ‘আমার মনে হয় না ওরা দু’জনে একে-অপরের সঙ্গে কথা বলেছে। অন্তত আমার সামনে তো বলে নি।’ এদিকে, দর্শকরা না হাসায় দশ মিনিট শুটিংয়ের পরেই বেরিয়ে গিয়েছিলেন কপিল। সেই প্রসঙ্গে রাজুর বক্তব্য, ‘দশ মিনিট শুটিং করার পর বুঝতে পারি আমরা আরও ভাল স্ক্রিপ্ট লিখতে পারি। তাই পরের দিন শুটিং করব বলে ঠিক করেছিলাম। আমরা সারা রাত শুটিং করেছি। পরের দিন ভোর পাঁচটায় বাড়ি ফিরেছি।’

Advertisement

[মহর্ষি বাল্মীকি সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য, গ্রেপ্তারি পরোয়ানা রাখির বিরুদ্ধে]

উল্লেখ্য, কয়েকদিন আগে সুনীল জানিয়েছিলেন, বিমানের মধ্যে মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করেছিলেন কপিল৷ পাশাপাশি শোয়ের কলাকুশলীদের সঙ্গে কপিল ভাল ব্যবহার করেন না বলেও জানান সুনীল৷ পরিস্থিতি স্বাভাবিক করতে সোশ্যাল মিডিয়ায় সহ-অভিনেতার কাছে ক্ষমাও চেয়ে নেন কপিল৷ কিন্তু সম্পর্কের বরফ গলেনি৷ সুনীল জানিয়ে দেন, তিনি আর শোয়ে থাকছেন না৷ সুনীলের পাশে দাঁড়ান আলি আসগর, চন্দন প্রভাকররাও৷ ফলে কপিলের শোয়ের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে প্রশ্নও উঠে গিয়েছে৷

Advertisement

[বিরল রোগে আক্রান্ত ৩ বাংলাদেশির চিকিৎসায় পাশে দাঁড়াল এয়ার ইন্ডিয়া]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ