Advertisement
Advertisement

গুগল ম্যাপই সঙ্গী, ২৫ বছর পরে শিকড় খুঁজে পেল যুবক

ট্রেলারেই মন জয় করল দেব অভিনীত ‘লায়ন’৷

The Tale of Saroo Brierley In Film Starring Dev Patel; Trailer Out Now!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 9:24 pm
  • Updated:September 9, 2016 4:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মসূত্রে তিনি বাংলার৷ ছেলেবেলায় কলকাতাতেই ছিল তাঁর পরিবার৷ কিন্তু কপালের ফেরে জীবনটাই ওলটপালট হয়ে গেল৷ পাঁচ বছরের ছোট্ট ছেলেটা মা আর দাদার থেকে চলে গেল অনেক দূরে৷ তারপর আবারও সেই ভাগ্যকে সঙ্গী করে জীবনে পেল নতুন মানুষদের৷ পেল আশ্রয়৷ এরপর পাড়ি দিল ভিনদেশে৷ কিন্তু শিকড়ের টান উপেক্ষা করা কি সম্ভব? আর তাই বোধহয় ২৫ বছর পরেও অস্ট্রেলিয়ার সরু ব্রিয়ারলে ফিরে এলেন ভারতে৷ গুগল ম্যাপের সাহায্যে খুঁজে পেলেন তাঁর হারিয়ে যাওয়া ঘর, তাঁর হারিয়ে যাওয়া পরিবারকে৷

‘আ লং ওয়ে হোম’ অবলম্বনে ‘লায়ন’ ছবিটির প্রেক্ষাপট মূলত হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধান৷ আর এই ছবিরই ট্রেলার মুক্তি পেল সম্প্রতি৷ ছবিতে সরু ব্রিয়ারলের ভূমিকায় দেখা যাবে ‘স্লাম ডগ মিলিয়ানিয়র’ খ্যাত দেব প্যাটেলকে৷ গার্থ ডাভিস পরিচালিত এই ছবিটিতে দেব প্যাটেল ছাড়াও অভিনয় করেছেন রুনি মারা, নিকোল কিডম্যান, ডেভিড ওয়েনহ্যাম প্রমুখ৷ জানা গিয়েছে চলতি বছরে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে ছবিটি৷

Advertisement

সরুর হারিয়ে যাওয়া, অচেনা ট্রেন সফর, অস্ট্রেলীয় দম্পতির দত্তক নেওয়া, শিকড়ের টান, নিজের পরিবারের খোঁজ, নিজের মানুষগুলোকে একবার দেখার ইচ্ছে, দায়িত্ববোধ এবং শেষটায় গুগল ম্যাপের সাহায্যে খুঁজে পাওয়া সেই শিকড় – সব মিলিয়ে ট্রেলারেই মন জয় করল দেব অভিনীত ‘লায়ন’৷

দেখে নিন ট্রেলারটি:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement