BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

করিনার সন্তান প্রসবের ভিডিও ভাইরাল হল নেট-দুনিয়ায়

Published by: Sangbad Pratidin Digital |    Posted: December 19, 2016 4:30 pm|    Updated: December 19, 2016 7:26 pm

This Fake Video Of Kareena Kapoor Delivering Is Doing The Rounds On The Internet

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর বোধহয় দিন দু’য়েকও নেই! তার মধ্যেই সন্তান প্রসব করবেন বেগম বেবো। উত্তরাধিকারীর আগমনে ঝলমলিয়ে উঠবে পতৌদি-প্রাসাদ।
কিন্তু তার আগেই ঘটে গেল এক বিপর্যয়। নেট-দুনিয়ায় ভাইরাল হয়ে গেল এক ভিডিও। করিনা কাপুর খানের সন্তান প্রসবের ভিডিও। বলাই বাহুল্য, সেই ভিডিও আসল নয়। তস্য জালি আর কী! কিন্তু সেই ভিডিওই দেখতে দেখতে ভাইরাল হয়ে গেল ইন্টারনেটে।
কী আছে সেই ভিডিওয়?
সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি পুত্রসন্তান প্রসব করেছেন করিনা। ডাক্তাররা সেই সন্তানের ওজন মেপে দেখছেন, পরীক্ষা করে দেখছেন সে সর্বাঙ্গসুন্দর কি না! পাশাপাশি, নার্সরা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন শিশুটিকে, কেটে দিচ্ছেন মায়ের সঙ্গে তার নাড়ির যোগ।
বলা মুশকিল, কে বা কারা এমন কাণ্ডটি ঘটিয়েছে! রীতিমতো অনৈতিক ঘটনা, সন্দেহ নেই! আর শুধু ভিডিও কেন, উপরের ছবিটাও দেখুন না! এরকম ছবিও তো মর্ফ করে তৈরি হয়েছে! তবে চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি। নিচে রইল তা!

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে