সংবাদ প্রতিদিন ডিজাটাল ডেস্ক: সময়টা সত্যিই খারাপ যাচ্ছে অভিনেত্রী শুভশ্রীর। একদিকে তাঁর নতুন ছবি ‘আমার আপনজন’ কোন প্রভাব ফেলতে পারেনি বক্সঅফিসে অন্যদিকে তাঁর ব্যক্তিগত সম্পর্কের জেরে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে তিনি। সম্প্রতি বিচ্ছেদ হয়েছে প্রেমিক রাজ চক্রবর্তীর সঙ্গে। তার জেরে শুভশ্রীর আত্মহত্যা করতে যাওয়ার খবরে সরগরম টলিউড। পরে অবশ্য সে কথা অস্বীকার করেন অভিনেত্রী। কিন্তু রাজ যে শুভশ্রীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন, তা নিশ্চিত। এবার নয়া বিতর্কে উঠে এল তাঁর নাম। সোশ্যাল সাইটে ছবি পোস্ট করে বিপাকে পড়লেন শুভশ্রী।
[প্রথম বাঙালি অভিনেতা হিসাবে সর্বোচ্চ ফরাসি সম্মানে ভূষিত সৌমিত্র]
বাজে সময়ের হাত থেকে মুক্তি পেতে বাড়িতে পুরোহিত ডেকে ষজ্ঞ করাচ্ছেন অভিনেত্রী। শুক্রবার স্নানযাত্রার পুণ্যতিথিতে জগন্নাথ দেবের শরণাপন্ন হয়েছিলেন তিনি। চোখ বুজে করজোড়ে বসে আছেন পুজাতে,এই ছবি পোস্ট করার পরেই কড়া নিন্দার মুখে পড়েন তিনি। কারণ সবকিছু ঠিকঠাক থাকলেও পায়ের জুতোটা খুলতে ভুলে গেছেন। জুতো পরে যজ্ঞে? জুতো পরে এ কোন যজ্ঞে শামিল তিনি? তাঁর ফেসবুক পেজ ভরে গিয়েছে এরকমই কমেন্টসে। তবে সেইসব কোন প্রশ্নেরই উত্তর দেননি শুভশ্রী।
আবার তাঁর কোন কোন ফ্যান লিখেছেন ব্যক্তিগত সম্পর্কে মানসিকভাবে বিপর্যস্ত তাঁদের প্রিয় শুভশ্রী, তাই হয়তো ভুলে গিয়েছেন জুতো খুলতে।
[পরনে ‘অশালীন’ পোশাক, ফের সমালোচনায় বিদ্ধ দীপিকা]
‘অভিমান’-এর পর আবারও জিতের সঙ্গে জুটি বেঁধেছেন। এই ইদে মুক্তি পেতে চলেছে তাঁর বহুপ্রতীক্ষিত ছবি ‘বস টু’। আপাতত তারই প্রচারে ব্যস্ত শুভশ্রী। কিন্তু তারই মাঝে বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রীর।