Advertisement
Advertisement

যৌনতা কি মানসিক সম্পর্কের চেয়েও গুরুত্বপূর্ণ? উত্তর দেবে ‘FINALLY ভালোবাসা’

নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে ছবির ট্রেলার৷

Trailer release of 'Finally Valobasa'
Published by: Sayani Sen
  • Posted:January 17, 2019 4:41 pm
  • Updated:August 6, 2021 6:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা কি ভালবাসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া খুবই কঠিন৷ কিন্তু সেই কঠিন প্রশ্নেরই উত্তর দেবে অঞ্জন দত্তের ‘FINALLY ভালোবাসা’৷ বুঝতে পারলেন না তো? হেয়ালি ছেড়ে এবার নয় আসল কথাতেই আসা যাক৷ ‘আমি আসব ফিরে’-এর পর আবারও ছবি উপহার দিতে চলেছেন পরিচালক৷ নতুন ছবির ট্রেলার ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে নেটদুনিয়ায়৷

[আবারও বড়পর্দায় ফিরতে চলেছে জিৎ-কোয়েলের রোমান্স]

তিনটে ভিন্ন ভালবাসার গল্প। তাদেরকেই এক সূত্রে বেঁধেছেন পরিচালক অঞ্জন দত্ত। সেই গল্পগুলিই প্রেক্ষাপট হয়ে উঠেছে ‘FINALLY ভালোবাসা’-এর৷ প্রথম গল্পে দর্শকদের সঙ্গে পরিচয় হবে ক্রমাগত স্বাধীনতা খোঁজা এক মহিলার। এক ধনী ব্যবসায়ীর স্ত্রী হয়েও কার্যত তিনি কাটাচ্ছেন বন্দিদশা। ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম শীল। তাঁর স্ত্রী রাইমা সেন৷ স্ত্রীকে মারধর করতে অভ্যস্ত অরিন্দম। স্ত্রীর সঙ্গে যৌনতা ছাড়া, মানসিক কোনও সম্পর্ক নেই তাঁর৷ অরিন্দমের সহকারীর ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। যিনি রাইমাকে ওই বন্দি দশা থেকে মুক্তি পেতে সাহায্য করেন।

Advertisement

দ্বিতীয় গল্পটির পুরোটাই শুটিং হয়েছে পাহাড়ে৷ এক মৃত্যপথযাত্রী বন্ধু খোঁজার গল্প৷ অভিনেতা হতে চান ওই মৃত্যুপথযাত্রী৷ কিন্তু অসুস্থতার কারণে সেই স্বপ্ন তাঁর হয়তো অধরাই থেকে যায়। অধরা স্বপ্নই প্রতি পদক্ষেপে ব্যর্থতার দুঃখ দেয় তাঁকে৷ এই চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। সুপ্রভাত দাস রয়েছেন একটি চরিত্রে। তৃতীয় গল্পে ভালবাসা খুঁজে ফেরে এক হারিয়ে যাওয়া মেয়ে। যে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ভালবাসার মানুষকে খুঁজছেন৷ এই চরিত্রে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র। অঞ্জন দত্তকেও দেখা যাবে একটি বিশেষ ভূমিকায়।

Advertisement

[কুকুর খুনের প্রতিবাদে অভিনেত্রী মিমির পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়]

সামাজিক বাধা রয়েছে এমন সব সম্পর্কে ভালবাসা বুনবে এই ছবি। ভালবাসার আসল মানে খুঁজবে চরিত্ররা। নানা বাঁকে তৈরি হবে নাটকীয় মোড়৷ আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। অঞ্জন দত্তের ‘আমি আসব ফিরে’ ছবিটি সেভাবে মনে ধরেনি দর্শকদের৷ ‘FINALLY ভালোবাসা’ আদৌ কতটা দর্শকদের মন ছুঁয়ে যায়, সেটাই এখন দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ