BREAKING NEWS

১৩ মাঘ  ১৪২৮  বৃহস্পতিবার ২৭ জানুয়ারি ২০২২ 

READ IN APP

Advertisement

বিরাট মজে ‘পরি’-তে, অনুষ্কার সঙ্গে মাঠে নামলেন ছবির প্রচারে

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 13, 2018 4:51 pm|    Updated: February 13, 2018 5:07 pm

Unseen viral video: Virat and Anushka’s close dance

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার বিয়ের পর কেটে গিয়েছে প্রায় দু’মাস। কিন্তু এখনও তাঁদের নিয়ে চর্চা চলছে একইভাবে। যদিও দু’জনেই ইটালির আঙুর খেতের রিসর্টে বিয়ে এবং সুইজারল্যান্ডের হনিমুনের স্মৃতি কাটিয়ে ফিরে গিয়েছেন নিজ নিজ কর্মক্ষেত্রে। বিরাট এখন ব্যস্ত রয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে। আর অনুষ্কা বর্তমানে ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘পরি’-র প্রমোশনে। শোনা গিয়েছে, তিনি নাকি সাদা ভূতের টি-শার্ট পরে দেশের নানা প্রান্তে তাঁর পরবর্তী ছবির প্রচার করে বেড়াচ্ছেন। আবার একটি বিশেষ সূত্র জানাচ্ছে, ছবি মুক্তির আগেই কলকাতায় তাঁর সহ-অভিনেতা পরমব্রত আর ঋতাভরীকে নিয়েও নাকি তিনি ছবির প্রচার করতে আসবেন।

 

তবে এবারে অনুষ্কা একা নন, বিরাটও তাঁর সঙ্গে নেমে পড়েছেন ছবির প্রচারে। দক্ষিণ আফ্রিকাতে খেলা নিয়ে ব্যস্ততার মাঝেও তিনি নিজের টুইটার হ্যান্ডেলে ‘পরি’ নিয়ে লিখেছেন, ‘শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই, এটা কিন্তু কোনও রুপকথার গল্প নয়। তাই ছবিটা দেখতে আপনাকে হলে যেতেই হবে।’

 

[ভারতীয় নারী হয়ে শাড়ি পরতে না পারলে লজ্জা পাওয়া উচিত: সব্যসাচী]

বোঝাই যাচ্ছে সুদূর দক্ষিণ আফ্রিকাতে থাকলেও তিনি প্রতিটি মুহূর্তে অনুষ্কাকে মিস করছেন। আর সম্ভবত সেই জন্যই এই ধরনের পোস্ট তিনি নিজের টুইটার পেজে করছেন। ওদিকে আবার অনুষ্কা-বিরাটের একটি ফ্যান পেজ এতদিন বাদে তাঁদের রিসেপশনের একটি ঘনিষ্ঠ মুহূর্তের নাচের ভিডিও সকলের সামনে নিয়ে এসেছে। যেটা নিয়ে আবার উত্তেজিত হয়ে উঠেছে নেটদুনিয়া। আসুন দেখে নেওয়া যাক তাঁদের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটি –

 

[অসুস্থ দিলীপ কুমারের সঙ্গে দেখা করলেন শাহরুখ, নেটদুনিয়ায় ছবি ভাইরাল]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে