Advertisement
Advertisement

প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী রীমা লাগু

চলে গেলেন বোকাবাক্সের 'শ্রীমতি'৷

Veteran actor Reema Lagoo passes away
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2017 3:29 am
  • Updated:May 18, 2017 3:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী রীমা লাগু৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি হন তিনি৷ সেখানেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯৷

মা মন্দাকিনি ছিলেন মারাঠি মঞ্চের নামকরা অভিনেতা৷ তাই অভিনয় ছিল তাঁর রক্তে৷ সে তাগিদেই স্কুল শেষ করেই মঞ্চকেই বেছে নিয়েছিলেন নিজের ভবিষ্যতের পাথেয় হিসেবে৷ মারাঠি মঞ্চেই হয়েছিল তাঁর হাতেখড়ি৷ কেবলমাত্র নায়িকা হওয়ার তাগিদে নয় অভিনয় তিনি করতেন ভালবেসে৷ তাই নায়িকা হওয়ার ইঁদুর দৌড়ে সামিল না হয়ে বেছে নিতেন ভাল চরিত্র৷ এমন চরিত্র যা তাঁকে অভিনেত্রী হিসেবে স্বীকৃতি দেবে৷ সেটাই বলিউডে করে দেখিয়েছিলেন ‘ক্যায়ামত সে ক্যায়মত তক’ ছবিতে৷ জুহি চাওলার মায়ের চরিত্রে তাঁর বলিষ্ঠ পারফরম্যান্স আজও দর্শকদের মনের মণিকোঠায় সযত্নে রাখা৷

Advertisement

[বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে মুম্বইয়ের সামনে নাইটবাহিনী]

Advertisement

এরপর আর বলিউডে পিছন ফিরে তাকাতে হয়নি রীমাকে৷ পার্শ্বচরিত্রে তাঁর খ্যাতি দিনের পর দিন বেড়েই চলেছে৷ বহু  বলিউড তারকার মা হিসেবে দেখা গিয়েছে তাঁকে৷ তবে সলমন খানের সঙ্গে বরাবরই আলাদা সম্পর্ক শেয়ার করেছেন রীমা৷ যা অনস্ক্রিনেও ফুটে উঠেছে বারবার৷ ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ আর ‘হাম আপকে হ্যায় কৌন’, দু’টি ছবির জন্যই ফিল্মফেয়ারের সেরা সহ-অভিনেত্রীর শিরোপা পেয়েছেন তিনিই৷

salman-and-reema-lagoo

ফিল্মফেয়ার পেয়েছেন ‘আশিকি’ ছবির জন্যও৷ তবে সঞ্জয় দত্তের ‘বাস্তব’ ছবির সেই মা’কে ভোলা অসম্ভব৷ নিজের হাতে যিনি শেষ করে দেন নিজেরই ছেলের জীবন৷

top-10-things-you-never-want-your-mommy-to-learn-from-bollywood-9

টেলিভিশনের জগতেও ইতিহাস সৃষ্টি করেছেন রীমা৷ এখনও বোকাবাক্সের দর্শকদের সেরার তালিকায় রয়েছে তাঁর অভিনীত ‘শ্রীমান শ্রীমতি’ ও ‘তু তু ম্যায় ম্যায়’র মতো সিরিয়াল৷  সম্প্রতি স্টার প্লাস চ্যানেলের নামকরণ সিরিয়ালে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে৷ সেখানেও দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী৷

hqdefault

[সাধারণ মানুষের জন্য কম খরচে নেশামুক্তি কেন্দ্র খুলতে চান সঞ্জয়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ