সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ফ্ল্যাট। ডুপ্লেক্স। থাকবে বলে দালালের সঙ্গে তা দেখতে এল এক রমণী। তার পর?
বাকিটা শুধুই আতঙ্কের কথা। যা ‘শুঁয়োপোকা’ নামের এক স্বল্পদৈর্ঘের ছবিতে বুনেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। সেই ছবিতে প্রত্যেকটি চরিত্রই বেশ রহস্যময়। এক দালাল ফাঁকা ফ্ল্যাটে একটি মেয়েকে ফেলে রেখে চলে যায়, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে! সেই রহস্যের কোনও কিনারা হয় না। অথচ চাবি না থাকা সত্ত্বেও বাইরে থেকে একটি লোক অনায়াসে ঢুকতে পারে সেই ফ্ল্যাটে।
তা বলে সেই লোকটি যে মেয়েটিকে বিরক্ত করে, এমন নয়। জানায়, সেও ফ্ল্যাট দেখতেই এসেছে। এবং নিজের মতো দেখতে থাকে ফ্ল্যাট। একটু পরে সে যখন উপর থেকে সিঁড়ি বেয়ে নেমে আসে, দেখা যায়- বদলে গিয়েছে তার চেহারা। মেয়েটি চমকে ওঠে!
চমকের সেই শুরু। এর পর সেই ফাঁকা ফ্ল্যাটে কী কী ঘটতে থাকে, জেনে নিন ক্লিক করে। নিচের ভিডিওয় রইল পুরো ছবিটাই!
শুধু একটা কথা মাথায় রাখবেন, দোহাই! আপনি যদি সহজেই ভয় পান, তাহলে এই ছবি দেখবেন না!