সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরকমটা রণবীর কাপুর কখনই করেননি। কারও সঙ্গেই নয়। এমনকী দীপিকা পাড়ুকোনের সঙ্গেও নয়। আর, ক্যাটরিনা কাইফের সঙ্গে করার তো প্রশ্নই ওঠে না!
ব্যাপারটা আসলে খোলাখুলি অন্তরঙ্গতা জাহির করা! যে প্রেম কড়া নেড়েই চলেছে অনবরত মনের দরজায়, তাকে সবার সামনেই কবুল করা! আর, সেটা করতে গিয়েই অনুষ্কাকে বিপাকে ফেললেন রণবীর।
রণবীর আসলে খেয়ালই রাখেননি, অনুষ্কা মন দিয়েছেন অন্য একজনকে। সেই জন্যই অনুষ্কার বিয়ের দিন বরের মতো সেজেগুজে মাইক হাতে গান ধরলেন।
অনুষ্কার বিয়ে? এর মধ্যে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন না কি নায়িকা?
বসেছেন তো বটেই! তবে করণ জোহরের নয়া ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর চিত্রনাট্যের সৌজন্যে। ফলে, এই গান থেকেই বেরিয়ে এসেছে কাহিনিরেখারও কিছুটা। সেটা কী, গানের ভিডিওটা দেখলে নিজেই বুঝতে পারবেন!
ক্লিক করে দেখুন না নিচের ভিডিওটা! সব স্পষ্ট হয়ে যাবে- কী ভাবে রণবীরের অন্তরঙ্গতা বিপাকে ফেলল অনুষ্কাকে!