Advertisement
Advertisement

রণবীরের প্রকাশ্য অন্তরঙ্গতায় বিপাকে অনুষ্কা!

রণবীর কি খেয়ালই রাখেননি, অনুষ্কা মন দিয়েছেন অন্য একজনকে?

Watch The New Song Channa Mereya Featuring Anushka Sharma And Ranbir Kapoor From Ae Dil Hai Mushkil
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2016 2:46 pm
  • Updated:August 9, 2021 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরকমটা রণবীর কাপুর কখনই করেননি। কারও সঙ্গেই নয়। এমনকী দীপিকা পাড়ুকোনের সঙ্গেও নয়। আর, ক্যাটরিনা কাইফের সঙ্গে করার তো প্রশ্নই ওঠে না!
ব্যাপারটা আসলে খোলাখুলি অন্তরঙ্গতা জাহির করা! যে প্রেম কড়া নেড়েই চলেছে অনবরত মনের দরজায়, তাকে সবার সামনেই কবুল করা! আর, সেটা করতে গিয়েই অনুষ্কাকে বিপাকে ফেললেন রণবীর।

adhm1_web
রণবীর আসলে খেয়ালই রাখেননি, অনুষ্কা মন দিয়েছেন অন্য একজনকে। সেই জন্যই অনুষ্কার বিয়ের দিন বরের মতো সেজেগুজে মাইক হাতে গান ধরলেন।

Advertisement

adhm2_web
অনুষ্কার বিয়ে? এর মধ্যে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন না কি নায়িকা?

Advertisement

adhm3_web
বসেছেন তো বটেই! তবে করণ জোহরের নয়া ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর চিত্রনাট্যের সৌজন্যে। ফলে, এই গান থেকেই বেরিয়ে এসেছে কাহিনিরেখারও কিছুটা। সেটা কী, গানের ভিডিওটা দেখলে নিজেই বুঝতে পারবেন!
ক্লিক করে দেখুন না নিচের ভিডিওটা! সব স্পষ্ট হয়ে যাবে- কী ভাবে রণবীরের অন্তরঙ্গতা বিপাকে ফেলল অনুষ্কাকে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ