Advertisement
Advertisement

Breaking News

শরীর নিয়ে লজ্জা পাব কেন, প্রশ্ন রাধিকার

এত সমালোচনা তা কি একটু হলেও তাঁকে সমস্যায় ফেলে না? রাধিকার জবাব, কে কী বলছে আমি তাতে পাত্তা দিই না৷

why I should be ashamed of my body, asks Radhika Apte
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 8:39 pm
  • Updated:September 17, 2016 8:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অভিনীত নগ্ন দৃশ্য নিয়ে বারবার আলোড়িত হয়েছে নেটদুনিয়া৷ সম্প্রতি ‘পার্চড’ সিনেমার দৌলতে আরও একবার প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে৷ কিন্তু সে প্রশ্নকে পাত্তাই দিচ্ছেন না সাহসী এই অভিনেত্রী৷ তাঁর পাল্টা প্রশ্ন, ‘খামোখা শরীর নিয়ে লজ্জা পেতে যাব কেন?’

ভারতীয় জলহাওয়ায় যৌনতা বিষয়টি এমন এক ঘেরাটোপের মধ্যে আটকে যে, তা প্রকাশ্যে এলেই হইচই পড়ে৷ এমনকী যৌনতা বা নগ্নতা যদি শিল্পের খাতিরেও হয়, তা নিয়েও ইতিউতি সামলোচনার ঢেউ ওঠে৷ অনর্থক কৌতূহলের জেরে সমালোচনায় বিদ্ধ হতে হয় শিল্পীকে৷ রাধিকার ক্ষেত্রেও তাই হয়েছে৷ গোটা সিনেমা থেকে শুধু তাঁর বাছাই নগ্ন দৃশ্য পর্ন সিডি হিসেবে বিক্রি হয়েছে বাজারে৷ কিংবা অন্য কারও স্নানের দৃশ্যও তাঁর নামে ফাঁস হয়ে ভাইরাল হয়েছে৷ আপাতভাবে যে কোনও শিল্পীর ক্ষেত্রেই এই পরিস্থিতি আপত্তিজনক, কিন্তু নয়া প্রজন্মের এই অভিনেত্রী সে সব প্রশ্ন বা আপত্তিতে বিশেষ আমল দিতে রাজি নন৷ সাহসী তথা নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে আগেও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে৷ সে সবেরই জবাব দিয়ে এবার তিনি জানালেন, “কেন আমাকে খামোখা শরীর নিয়ে লজ্জা পেতে হবে? ছোটবেলা থেকেই আমি সারা বিশ্বের সিনেমা দেখে বড় হয়েছি৷ এমনকী ভারতের মাটিতেই স্টেজে অভিনেতাদের নগ্ন হয়ে অভিনয় করতেও দেখেছি৷ বিদেশে তো দেখেইছি৷” সুতরাং এ নিয়ে যে তাঁর কোনও ছুৎমার্গ নেই, তা আরও একবার স্পষ্ট করে দিলেন অভিনেত্রী৷ বরং তাঁর অভিমত, “শরীর যে কোনও অভিনেতার কাছেই খুব প্রয়োজনীয় একটি ‘টুল’ বা হাতিয়ার৷ অভিনয়ের ক্ষেত্রে যেটিকে একজন অভিনেতা ব্যবহার করতে পারেন৷ অতএব এ বিষয়ে কোনও আপত্তি তাঁর নেই৷ সঠিক পরিচালকের হাতে পড়লে তাঁর এই ‘টুল’ তিনি যে অভিনয়ের খাতিরে ব্যবহার করতে দ্বিধা করবেন না তা আবারও খোলসা করে দিলেন রাধিকা৷

Advertisement

তবে দিকে দিকে যে এত সমালোচনা কি একটু হলেও তাঁকে সমস্যায় ফেলে না? রাধিকার জবাব, ” কে কী বলছে আমি তাতে পাত্তা দিই না৷ আমি আমার কাজটা করি, আর চাই আমার ছবি মুক্তি পাক৷ অন্য কিছু আমাকে ততটা ভাবায় না৷”

Advertisement

সাহসী এই অভিনেত্রী তাঁর স্বাভাবিক অভিনয়ে, চরিত্র রূপায়ণে বরাবরই আলোচিত হয়ে এসেছেন৷ ‘পার্চড’ ছবির দৌলতে সে আলোচনা আরও একবার তুঙ্গে উঠেছে৷ তবে ছবি মুক্তি ও কাজের প্রশংসার বাইরে অন্য কিছু যে তাঁকে স্পর্শ করবে না, একেবারে দ্বিধাহীনভাবেই জানিয়ে দিলেন রাধিকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ