Advertisement
Advertisement

এবার বেনামি সম্পত্তির হদিশ দিলেই মিলবে এক কোটি টাকা!

জানেন কীভাবে?

1 Cr reward for information on Benami property: Report
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2017 3:29 am
  • Updated:September 23, 2017 3:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার অন্যের বেনামি সম্পত্তি হদিশ দিলেই মিলবে এক কোটি টাকা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এমন খবরই মিলেছে সেন্ট্রাল বোর্ড এফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) সূত্রে। শোনা গিয়েছে, আগামী মাসেই সরকারিভাবে এই ঘোষণা করা হতে পারে।

[অকারণে ‘শাস্তি’, শিক্ষিকার বিরুদ্ধে সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্র]

Advertisement

সিবিডিটি-র এক সিনিয়র অধিকর্তা মারফত জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই এই প্রকল্পের উপর কাজ চলছে। কোনও ব্যক্তির বেনামি সম্পত্তি রয়েছে একথা প্রমাণ করতে পারলেই মিলবে পুরস্কার। আর এই পুরস্কারের অর্থমূল্য সর্বনিম্ন ১৫ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত।  যা তুলে দেওয়া হবে তথ্য সরবরাহকারীর হাতে। তথ্য দেওয়া মানুষটির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। যাতে তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তা বজায় থাকে।

বেনামি সম্পত্তির হদিশ যাঁরা দেন তাঁদের এমনিতেই ইডি, আয়কর দপ্তর ও রাজস্ব বিভাগ থেকে পুরস্কৃত করা হয়। গত বছর আবার বেনামি ট্র্যানজ্যাকশন (Prohibition) অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়েছে। তবে এবার এই পুরস্কারকে আরও আকর্ষণীয় করতে চলেছে সিবিডিটি। এতে মানুষের কাছ থেকে তথ্য পাওয়া অনেক সহজ হবে বলে মনে করেছেন ওই অধিকর্তা।

[রাষ্ট্রসংঘে ইসলামাবাদের জারিজুরি একাই শেষ করলেন এই ভারতীয় নারী]

 তাঁর মতে, পুরস্কারের আকর্ষণে অনেকেরই আগ্রহ বেড়ে যাবে বেনামি সম্পত্তি সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য। তবে তথ্য অবশ্যই একদম ঠিকঠাক হতে হবে। তবেই ১৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত পুরস্কার মিলতে পারে।  আপাতত অর্থমন্ত্রকের টেবিলে এই প্রস্তাবটি রয়েছে। সেখান থেকে সম্মতি মিললেই সিবিডিটি-র তরফে এই ব্যাপারে জানানো হবে। অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকেই এই ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।

[নেতাজি সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস করল সহায় কমিশন]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement