Advertisement
Advertisement

Breaking News

বাজপেয়ীর নামাঙ্কিত বিশেষ কয়েন আনছে কেন্দ্র

'ভারতরত্ন'কে বিশেষ সম্মান।

100 rupee coin to tribute Vajpayee
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:December 14, 2018 6:02 pm
  • Updated:December 14, 2018 8:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসছে ১০০ টাকার কয়েন। আর সেই কয়েনে শ্রদ্ধা জানানো হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। কয়েনের একদিকে থাকবে বাজপেয়ীর ছবি। অন্যদিকে দেবনাগরী ও ইংরেজিতে লেখা থাকবে তাঁর নাম। এই কয়েনের ওজন রাখা হবে ১৩৫ গ্রাম। রিজার্ভ ব্যাংকের অন্য কয়েনের মতো অশোক স্তম্ভ ও ‘সত্যমেব জয়তে’ লেখা থাকবে। বাঁদিকে দেবনাগরীতে ভারত ও ডানদিকে ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকবে।

[রাহুলকে জনতার কাছে ক্ষমা চাইতে হবে, রাফালে ইস্যুতে তীব্র আক্রমণ অমিতের়]

১৬ অাগস্ট ৯৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন অটল বিহারী বাজপেয়ী। তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৯৮ সালে ১৩ মাসের জন্য প্রধানমন্ত্রী হন। ১৯৯৯ সাল থেকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। উত্তরাখণ্ড সরকার ইতিমধ্যে বাজপেয়ীর নামে দেরাদুন বিমানবন্দরের নামকরণের প্রস্তাব দিয়েছিল ক্যাবিনেটে। তা পাশ হয়ে যায়। লখনউয়ের বিখ্যাত ‘হজরতগঞ্জ চৌরাহা’ মার্কেট এলাকার নাম বদলে রাখা হবে ‘অটল চক’। গতমাসে অর্থমন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আজাদ হিন্দ ফৌজের ৭৫ বছর উপলক্ষে ৭৫ টাকারও কয়েন মুক্তি পেতে চলেছে। মন্ত্রক জানায়, বাজপেয়ীর কয়েনের ৫০ শতাংশ রুপোর থাকবে। ৪০ শতাংশ থাকবে তামার। ৫ শতাংশ করে নিকেল ও দস্তা থাকবে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, “আন্দামানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রথম তেরঙ্গা পতাকা ওড়ানোর ৭৫ বছর পেরিয়েছে। এই ঘটনার ৭৫ বছর উপলক্ষে এই কয়েন মুক্তি পাবে।”

Advertisement

[লস্করের সঙ্গে যোগ, সেনার গুলিতে নিহত ‘হায়দার’ ছবির অভিনেতা]

২৫ ডিসেম্বর বাজপেয়ীর ৯৩তম জন্মদিন। এই জন্মদিনেই ১০০ টাকার কয়েন প্রকাশ করতে পারে অর্থমন্ত্রক। প্রাথমিক খবর, ৩৩ থেকে ৩৫টি কয়েন বাজারে ছাড়া হবে। পরে প্রয়োজন মতো কয়েনের সংখ্যা বাড়বে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ