Advertisement
Advertisement
Uttar Pradesh

তীর্থযাত্রীদের বাসে ধাক্কা পাথরবোঝাই ট্রাকের! মর্মান্তিক দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত অন্তত ১১

আক্রান্তদের অধিকাংশই নারী ও শিশু।

11 killed, 10 injured after truck rams bus carrying pilgrims in Uttar Pradesh
Published by: Biswadip Dey
  • Posted:May 26, 2024 8:37 am
  • Updated:May 26, 2024 8:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে। একটি পার্ক করে রাখা বাসকে ট্রাকের ধাক্কায় ১১ জনের মৃত্যু হল। আহত ১০। শনিবার রাতে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাতে গোলা বাইপাস রোডে শাহজাহানপুরের একটি ধাবায় দাঁড়িয়েছিল বেসরকারি একটি বাস। পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল বাসটি। আচমকাই সেখানে হাজির হয় একটি পাথরবোঝাই ট্রাক। সেটি সোজা এসে ধাক্কা মারে বাসটিকে। সঙ্গে বাসটি উলটে যায়। 

Advertisement

[আরও পড়ুন: পোর্শেকাণ্ডের মধ্যেই ফের মহারাষ্ট্রে যুবকের গাড়ি পিষল ৭ জনকে! সংকটজনক তিন মাসের শিশু]

দ্রুত ঘটনাস্থলে হাজির হয় তদন্তকারী দল। প্রায় তিন ঘণ্টা চলে উদ্ধারকাজ। দেখা যায়, বহু তীর্থযাত্রী ট্রাকের তলায় এমনভাবে চাপা পড়েছেন, ক্রেনে তাঁদের নিথর দেহ বের করতে হচ্ছে। আক্রান্তদের অধিকাংশই স্ত্রী ও শিশু বলে জানা গিয়েছে।  

Advertisement

শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোককুমার মীনা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, ”আমরা রাত সাড়ে এগারোটা নাগাদ জানতে পারি গোলা বাইপাস রোডে একটি লোডেড ট্রাক দাঁড় করিয়ে রাখা এক বাসে ধাক্কা মেরে সেটিতে উলটে দিয়েছে। কিছু মানুষ বাস থেকে নেমে ধাবায় খাবার খাচ্ছিলেন। বাকিরা বাসেই বসেছিলেন। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ১০ জন আহত। আমরা সব কটি দেহ উদ্ধার করতে পেরেছি। আক্রান্তদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।” সেই সঙ্গেই তিনি জানান, আহতদের সকলকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। 

[আরও পড়ুন: থেকেছেন মোদি, বছর ঘুরলেও বাকি ৮০ লাখের বিল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি হোটেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ