Advertisement
Advertisement

১৩টি নয়া কৃত্রিম উপগ্রহে মহাকাশ থেকে সীমান্তে নজরদারি বাড়াল সেনা

ব্যবহার করা হচ্ছে ১৩টি স্যাটেলাইট।

13 new ISRO satellites to monitor enemy movements
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 26, 2017 4:57 am
  • Updated:June 26, 2017 5:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গোপন ঘাঁটি খুঁজে বের করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল থেকে আমদানি করা বিশেষ ধরনের রেডারের ব্যবহার শুরু হয়েছে। পাশাপাশি  মহাকাশ থেকেও সীমান্তে শক্রদের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। বস্তুত, শুক্রবার বিশেষ নজরদারির ক্ষমতাসম্পন্ন  ‘Eye in sky’ নামে একটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে ইসরো।  জানা গিয়েছে, এখন ইসরোর তৈরি প্রায় ১৩টি স্যাটেলাইট ব্যবহার করছে ভারতীয় সেনা। মূলত জলসীমা ও স্থলসীমায় শক্রর গতিবিধি ওপর নজরদারি চালাতেই এই স্যাটেলাইটগুলি ব্যবহার করা হচ্ছে।

[ভারতকে আমেরিকার মতো উন্নত করার ডাক মোদির]

Advertisement

জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনী যে স্যাটেলাইটগুলি ব্যবহার করছে, সেগুলির বেশিরভাগই পৃথিবীর কক্ষপথের খুব কাছেই রয়েছে। ভৃপৃষ্ঠ থেকে প্রায় ২০০ থেকে ১২০০ কিমি ওপরে থাকা এই স্যাটেলাইটগুলির সাহায্যে গোটা পৃথিবীর ওপর নজরদারি চালানো সম্ভব। সম্প্রতি কার্টোস্যাট-২ সিরিজের একটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয়েছে। যেটি মহাকাশ থেকে  বিভিন্ন এলাকার ছবি তুলেও পাঠিয়ে দিতে পারে। কার্টনোস্যাট-১ ও কার্টনোস্যাট-২ এবং রিস্যাট-১ ও রিস্যাট-২ সিরিজের স্যাটেলাইটগুলিকেই নজরদারির কাজে ব্যবহার করছে সেনাবাহিনী। প্রসঙ্গত, যুদ্ধজাহাজ, সাবমেরিন ও বিমানের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজে  স্যাটেলাইট ব্যবহার করে থাকে ভারতীয় নৌবাহিনীও।

Advertisement

[জানেন, কেন এই শিল্পীকে ঘর ভাড়া দিল না হোটেল কর্তৃপক্ষ?]

বস্তুত, শুধুমাত্র নজরদারির ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট তৈরি করাই নয়, স্যাটেলাইট ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিও তৈরি করে ফেলেছে ইসরো। যদিও এই অস্ত্র তৈরি করার পরিকল্পনা নেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির। ইসরোর অধিকর্তা তপন মিশ্র জানিয়েছে, মহাকাশ গবেষণা সংক্রান্ত আন্তর্জাতিক নির্দেশিকা মেনে কাজ করে ইসরো। তাই ইসরোর পক্ষে মহাকাশকে কখনই সেনাবাহিনীর কাজে ব্যবহার করা সম্ভব নয়।

[সম্প্রীতির অনন্য নজির, কৃষ্ণ মন্দিরেই আয়োজন ইফতারের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ