Advertisement
Advertisement

Breaking News

জ্যোতিষীর নির্দেশ মানতে গিয়ে মৃত কিশোরী

একটানা ৬৮ দিন উপোসই মৃত্যুর কারণ!

13 Year Old Jain Girl Died In Hyderabad After Fasting For 68 Days
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 9, 2016 10:48 am
  • Updated:October 9, 2016 10:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের মঙ্গল কামনায় বিশেষ ব্রত পালন করতে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর৷ জানা গিয়েছে, আরাধনা নামে ওই জৈন কিশোরী পরিবারের সৌভাগ্য কামনায় ‘চতুর্মাস’ নামে একটি ব্রত পালন করছিলেন৷ ব্রত পালনের জন্য হায়দরাবাদের ওই কিশোরী একটানা ৬৮ দিন উপোস করে ছিলেন৷ একটানা দু’মাস কিছু না খাওয়ার কারণেই ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েন৷ শেষ পর্যন্ত উপবাসের জন্যই ওই কিশোরীর মৃত্যু হয়৷
জানা গিয়েছে, ওই কিশোরীর বাবা লক্ষ্মীচাঁদ সানসাদিয়া একজন গহনার ব্যবসায়ী৷ সম্প্রতি তাঁর ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছিল৷ এর পরই চেন্নাইয়ের এক জ্যোতিষীর পরামর্শে মেয়েকে দিয়ে ‘চতুর্মাস’ ব্রত পালন করাচ্ছিলেন লক্ষ্মীচাঁদ৷ জ্যোতিষী লক্ষ্মীচাঁদকে বলেন, মেয়েকে দিয়ে চারমাস উপোস করালে তিনি লাভের মুখ দেখবেন৷ শেষ পর্যন্ত ওই পরামর্শ মানতে গিয়েই মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেন লক্ষ্মীচাঁদ৷ চলতি মাসের তিন তারিখে আরাধনার ১০ সপ্তাহের উপোস শেষ হয়৷ এর পরই বাড়িতে ‘পারনা’ পালন করেন লক্ষ্মীচাঁদ৷ তেলেঙ্গানার এক মন্ত্রীও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এর পরই অসুস্থ বোধ করেন আরাধনা৷ সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই ওই কিশোরীর মৃত্যু হয়৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ