Advertisement
Advertisement

নাবালিকার যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল, ঝাঁসিতে চাঞ্চল্য

ভিডিওয় দেখা যাচ্ছে, এক দল যুবকের হাতে লাঞ্ছিত হচ্ছে নাবালিকা৷

16-Year-Old Dragged, Harassed By Young Men In UP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2018 9:26 pm
  • Updated:July 24, 2018 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাঁসি৷ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম দুর্গ৷ ঝাঁসির মহিলারা দেখিয়েছিলেন, কীভাবে ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়৷ কিন্তু, সেই ঝাঁসিই আজ তার অতীত ভোলার পথে৷ কলঙ্কিত আজ ঝাঁসিj রাজপথ৷ ঐতিহাসিক ঝাঁসিতে তরুণীকে ধর্ষণের ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ভিডিওয় দেখা যাচ্ছে, এক দল যুবকের হাতে লাঞ্ছিত হচ্ছে নাবালিকা৷ নাবালিকাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গলে৷

[আসন রফার শর্তেই জোট সম্ভব, কংগ্রেসকে সাফ বার্তা মায়াবতীর]

রবিবার দেড় মিনিটের ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ ভিডিও ভাইরাল হওয়ার পরই তদন্তে নামে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই নাবালিকা কোনও কৃষক পরিবারের৷ ঘটনার দিন পরিবারের কাউকে মাঠে খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল ওই নাবালিকা৷ রাস্তায় দেখা হয় এক বন্ধুর সঙ্গে৷ বেশ কিছুটা রাস্তা দু’জনে একসঙ্গে যায়৷ এরপর বেশ কয়েকজন যুবক নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে যায়৷ গোটা ঘটনাটি রেকর্ড করা হয় মোবাইলে৷ পরে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷

Advertisement

[ছারপোকার কামড়ে প্রাণ ওষ্ঠাগত, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে টুইটে ক্ষোভ যাত্রীর]

ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েকজন যুবক নাবালিকার পথ আটকায়৷ হাত ধরে টেনে পাশের জঙ্গলে নিয়ে যাওয়ায় চেষ্টাও চলে৷ নাবালিকা চিৎকার করলেও কোনও কথায় কানই দেয়নি অভিযুক্তরা৷ ভিডিওর আরেকটি অংশে দেখা যায়, একটি মাঠে নাবালিকা বসে আছে৷ নাবালিকাকে নিয়ে বিভিন্ন অশালীন কথাও বলছে বলে শোনা যায়৷ মঙ্গলবার এই ভিডিও ভাইরাল হতেই নিজেদের উদ্যোগে ঘটনার তদন্তে নামে পুলিশ৷ তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷  

[বাঁদরের উৎপাতে তিতিবিরক্ত বেঙ্কাইয়া, চাইলেন সরকারের সাহায্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement