Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

বিজেপির দখলে দার্জিলিং পুরসভা, পদ্মশিবিরে যোগ দিলেন ১৭ জন কাউন্সিলর

নৈহাটি, হালিশহর, ভাটপাড়া ও কাঁচড়াপাড়ার পর এবার দার্জিলিং পুরসভাতেও থাবা বসাল বিজেপি৷

17 councilors of Darjeeling Municipality joins BJP on Saturday
Published by: Tanujit Das
  • Posted:June 8, 2019 7:06 pm
  • Updated:June 11, 2019 7:07 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: নৈহাটি, হালিশহর, ভাটপাড়া ও কাঁচড়াপাড়ার পর এবার দার্জিলিং৷ দক্ষিণবঙ্গের চার পুরসভার পর এবার উত্তরবঙ্গের পুরসভাতেও থাবা বসাল বিজেপি৷ শনিবার নয়াদিল্লিতে পদ্মশিবিরে নাম লেখালেন দার্জিলিং পুরসভার গোর্খা জনমুক্তি মোর্চার মোট সতেরোজন কাউন্সিলর৷ এই যোগদানের ফলে এবার দার্জিলিং পুরসভাতেও সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। পাশাপাশি, ভাটপাড়ার পর এবার দার্জিলিং পুরসভাও গেরুয়া শিবিরের দখলে আসা এখন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

[ আরও পড়ুন: চোখের নিমেষে ৩০ কিলোমিটার পথ পাড়ি, রোগীর কাছে রক্ত পৌঁছল ড্রোনে ]

Advertisement

এদিন দিল্লির সদর দপ্তরে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও রাজু সিং বিস্তের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন জিটিএ-র প্রাক্তন প্রধান বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ গোর্খা জনমুক্তি মোর্চার এই ১৭ জন কাউন্সিলর৷ এই যোগদানের পরই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন মুকুল রায়৷ তিনি জানান, ‘‘লোকসভা নির্বাচনেই পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছেন যে এই সরকারের উপর তাঁদের আর কোনও আস্থা নেই। পশ্চিমবঙ্গে আমরা এখন গণতন্ত্র বাঁচানোর লড়াই চালাচ্ছি। দুই থেকে পাঁচ দিনের মধ্যে কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে বড় জমায়েত হবে দার্জিলিংয়ে।’’ এমনকী, এলাকার সাংসদ রাজু বিস্তও রাজ্য সরকারের সমালোচনা করেন৷ তিনি অভিযোগ করেন, ‘‘পাহাড়ের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। হেনস্তা করা হচ্ছে।’’ এদিন জিটিএ-এরও সমালোচনা করেন দার্জিলিংয়ের সাংসদ৷ শনিবারের এই যোগদানের ফলে দার্জিলিংয়ে বিনয় তামাং এবং তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপে পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[ আরও পড়ুন: ২০৪৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বিজেপি, দাবি সাধারণ সম্পাদক রাম মাধবের ]

জানা গিয়েছে, দার্জিলিং পুরসভায় মোট আসন রয়েছে ৩২টি৷ গত নির্বাচনে এই পুরসভায় ৩১টি আসন পায় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা৷ একটি আসন পায় তৃণমূল৷ কিন্তু, এরপর পাহাড়ের রাজনীতিতে পরিবর্তন আসে৷ বিমল গুরুংকে সরিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার রাশ এখন বিনয় তামাংয়ের হাতে৷ কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পাহাড়ে নিজের শক্তি প্রদর্শন করেন বিমল গুরুং৷ দার্জিলিং লোকসভা আসনে ৩ লক্ষেরও বেশি ভোটে জিতেছেন বিমলগোষ্ঠী সমর্থিত বিজেপি প্রার্থী রাজু সিং বিস্ত। দার্জিলিং বিধানসভাতেও নিজের দাপট বজায় রেখেছে গুরুংপন্থীরা৷ বিধানসভা উপনির্বাচনেও দার্জিলি্ংয়ে জয় পেয়েছে বিজেপি৷ কয়েকদিন আগেই দার্জিলিং পুরসভার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন গুরুংপন্থীরা। তখনই আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছিল পুরসভার আকাশে৷ যা শনিবার সত্যি হল৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ