BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

রোহিতদের ম্যাচের আগেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হামলার হুমকি খলিস্তান জঙ্গিগোষ্ঠীর! গ্রেপ্তার ২

Published by: Kishore Ghosh |    Posted: March 12, 2023 5:55 pm|    Updated: March 12, 2023 5:55 pm

2 Arrested Over Pro-Khalistan Message and Threatening Narendra Modi Stadium | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে মাঠে ১২০৫ দিন পর সদ্য টেস্ট সেঞ্চুরি এসেছে কিং কোহলির ব্যাটে, আহমেদাবাদের সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হামলা চালানোর হুমকি। ৯ মার্চ ওই স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিন উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অস্ট্রেলিয়ার (Australia) প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজে (Anthony Albanese)। সেখানেই ভিডিও এবং অডিও বার্তায় খলিস্তানি জঙ্গি সংগঠনের নামে হুমকিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে খলিস্তান জঙ্গি গুরপতবন্ত সিংহ পান্নুনের নামে ভিডিও এবং অডিয়ো বার্তা ছড়িয়ে দেওয়া হয় গুজরাটে (Gujarat)। বলা হয়, “গুজরাটের বাসিন্দারা ৯ মার্চ বাড়িতেই থাকুন এবং সুরক্ষিত থাকুন। কারণ খলিস্তানপন্থীরা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঢুকে হামলা চালাবে। খালিস্তানি পতকা উত্তলন করবে।”

[আরও পড়ুন: ডাকাত সন্দেহে কৃষককে গুলি করে মারল অসম পুলিশ! CID তদন্তে চাঞ্চল্যকর মোড়]

স্বভাবতই এমন হুমকিতে চাপে পড়ে গুজরাট পুলিশ এবং প্রশাসন। কারণ ৯ মার্চ দুই রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন স্টেডিয়ামে। এর পরেই সেখানে নিরাপত্তা বাড়ানো হয়। চালানো হয় তল্লাশি অভিযান। যদিও নির্বিঘ্নেই মোদি এবং আলবানিজের উপস্থিতিতে খেলা শুরু হয়। যদিও হুমকি বার্তার সূত্র খোঁজার কাজ চালিয়ে যায় পুলিশ।

[আরও পড়ুন: অ্যাডিনো, ইনফ্লুয়েঞ্জার মধ্যেই আচমকা উদ্বেগ বাড়াচ্ছে করোনা! চার মাসে সর্বোচ্চ সংক্রমণ]

অবশেষে রবিবার মধ্যপ্রদেশের (Madhaya Pradesh) রীবা থেকে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত রাহুল কুমার এবং নরেন্দ্র কুশওয়া সতনার বাসিন্দা। এইসঙ্গে হুমকি ফোন, বার্তা পাঠানোর সরঞ্জামও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিমের ১১টি বাক্স, ৩০০ সিম কার্ড এবং ৪-৫টি রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে