Advertisement
Advertisement

Breaking News

একই গান বারবার শোনানোর অনুরোধ, রাগে দুই যুবককে গুলি করাল ডিজে

অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

2 Shot At In Delhi

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:December 4, 2018 11:10 am
  • Updated:December 4, 2018 3:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার একই গান বাজানোর অনুরোধ। আপত্তি জানিয়েছিলেন ডিস্ক জকি। কিন্তু নাছোড় ‘মদ্যপ’ শ্রোতা। তাঁদের দাবি, ওই আইটেম নম্বরটিই আবারও বাজাতে হবে। অথচ ডিজে কিছুতেই মানছেন না। এর জেরে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি। এরই মধ্যে ঘটনাস্থলে আগমন অনুষ্ঠানের আয়োজকদের। ডিজের পাশে দাঁড়িয়ে দুই শ্রোতাকে গুলিই করে দিল তারা। রাজধানী দিল্লির দ্বারকার কাছে পালাম গ্রামের এই ঘটনায় হতবাক স্থানীয়রা। এত তুচ্ছ কারণে গুলি চলতে পারে! বিশ্বাসই করতে পারছেন না তাঁরা।

[‘জিও কাজ করছে না’, দীপবীরের রিসেপশনে বিদ্রুপের মুখে আম্বানি]

তামাঞ্চে পে ডিস্কো… বেশ জনপ্রিয় আইটেম নম্বর। আজকের জেনারেশনের অনেকেই এর সঙ্গে পা মেলাতে পছন্দ করেন। বিশেষ করে মদ্যপ অবস্থায় থাকলে তো কথাই নেই। উচ্চগ্রামে গানটি চালিয়ে নাচের মজাটাই আলাদা। সেই মজাটাই বারবার নিতে চেয়েছিলেন দিল্লির পালাম এলাকার দুই যুবক। তুষার ভরদ্বাজ এবং শ্যাঙ্কি ভরদ্বাজ। ডিজে অক্ষয় বারবার এক গান শোনাতে বিরক্ত বোধ করছিলেন। কিন্তু শ্যাঙ্কি, তুষাররা নাছোড়বান্দা, ওই গানটিই বাজাতে হবে। শেষ পর্যন্ত তাদের অন্যায় আবদারে বিরক্ত হয়ে অনুষ্ঠানের আয়োজক সঞ্জয় শর্মা এবং আশিস শর্মাকে ডাকেন অক্ষয়। তারা ঘটনাস্থলে আসতেই শুরু হয়ে যায় ঝামেলা। সঞ্জয়-আশিসদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শ্যাঙ্কি-তুষাররা। ঝামেলা এমন পর্যায়ে গড়িয়ে যায় যে ঘটনাস্থলে গুলি চলে। আহত হয়ে লুটিয়ে পড়েন তুষার এবং শ্যাঙ্কি। আয়োজক সঞ্জয় এবং আশিসদের মধ্যে কোনও একজন গুলি চালিয়েছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের।

Advertisement

[ইংরাজিতে জ্ঞান কম পুলিশের খপ্পরে পড়ে এ কী হাল হল ব্যবসায়ীর!]

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। দিল্লি পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন দুই যুবক। তাদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী দ্বারকা হাসপাতালে পাঠানো হয়। তাদের তলপেটে গুলি লেগেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত দুই যুবকই বিপন্মুক্ত। এদিকে, রাতে অভিযুক্ত আশিস, সঞ্জয় এবং ডিজে অক্ষয় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে, পরে তাদের তিনজনকেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে গুলি চালানো হল এবং অভিযুক্তদের কাছে বন্দুক কোথা থেকে এল এসব নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ