সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীনগরে বিজেপির তেরঙ্গা ব়্যালি আটকে দিল কাশ্মীর পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২৫০ দলীয় সমর্থককে। জানা গিয়েছে, মঙ্গলবার শ্রীনগর জুড়ে তেরঙ্গা ব়্যালি করার সিদ্ধান্ত নেয় বিজেপির যুব মোর্চা। কাশ্মীরে দেশবিরোধী কার্যকলাপের প্রতিবাদ ও দেশদ্রোহীদের বার্তা দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন দলীয় নেতারা। তবে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় শুরুতেই গ্রেপ্তার করা হয় যুব মোর্চার সহ-সভাপতি এজাজ হুসেন ও আশীষ সারিনকে।
[‘কাশ্মীরে তেরঙ্গা ধরার জন্য কেউ থাকবে না’]
পুলিশ সূত্রে খবর, এজাজ হুসেন ও আশীষ সারিন-সহ বেশ কয়েকজনকে ‘শাহেনশাহ হোটেল’ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের শ্রীনগরের রামমুন্সিবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই ফুঁসছে উপত্যকা। শ্রীনগর-সহ উত্তর কাশ্মীরের একাধিক জায়গায় বৃদ্ধি পেয়েছে ভারতবিরোধী জমায়েত। শুরু হয়েছে পাথর নিক্ষেপকারীদের তাণ্ডব। তাই তেরঙ্গা ব়্যালি হলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন গেরুয়া শিবিরের কর্মীরা। এমনটাই মনে করছে পুলিশ। ইতিমধ্যে উপত্যকা জুড়ে স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। তবে পুলিশের এই পদক্ষেপের সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিজেপি সমর্থকদের গ্রেপ্তারি লোক দেখানো। কাশ্মীরে পিডিপি-বিজেপি ‘ম্যাচ ফিক্সিং’ করছে। এমনটাই দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, ৩৭০ ও ৩৫(এ) ধারায় রদবদল করা নিয়ে চাপানউতোর চলছে গেরুয়া শিবির ও মুফতির মধ্যে। এমনই পরিস্থিতিতে এই ঘটনায় দু’দলের সম্পর্কে আরও চিড় ধরবে বলে মনে করছেন রাজনীতিবিদরা।
[এবারের স্বাধীনতা দিবসে সংক্ষিপ্ততম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী]
উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গিদের কোমর ভেঙে দিতে কড়া অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। রবিবার ভোর রাতে জওয়ানদের হাতে খতম হয় হিজবুল কমান্ডার ইয়াসিন-সহ তিন জঙ্গি। বুরহান ওয়ানির মৃত্যুর পর হিজবুলের ভার নেয় ইয়াসিন। এছাড়াও সেনার হাতে নিকেশ হয়েছে সাবজার ভাট ও আবু দুজানার মতো কুখ্যাত জঙ্গিরাও। সম্প্রতি, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। পাকিস্তানের থেকে টাকা নেওয়া থেকে শুরু করে সন্ত্রাসবাদীদের মদত জোগানোর অভিযোগ রয়েছে একাধিক হুরিয়ত নেতার বিরুদ্ধে।