Advertisement
Advertisement

ভারতে ঢুকে পড়ল চিনা সেনা

চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে ভারত এখনই বিশেষ হইচই করতে নারাজ৷

250 Chinese troops enter Arunachal's East Kameng district, stay for three hours

ছবিঃ প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 4:16 pm
  • Updated:June 14, 2016 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর রাখঢাক নয়, প্রতিরক্ষা মন্ত্রকের বড় কর্তারা স্বীকার করে নিলেন, ভারতে অনুপ্রবেশ করেছে চিনা সেনা৷ গত সপ্তাহে অরুণাচল প্রদেশের ইয়াংসেতে চিনা সেনারা ঢুকে পড়েছিল৷ ঠিক যে সময় ভারত আন্তর্জাতিক পরমাণু ক্লাবে প্রবেশ করার জন্য বিভিন্ন মিত্র দেশগুলির সমর্থন আদায়ে ব্যস্ত ছিল৷

প্রতিরক্ষা মন্ত্রক ও ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে খবর, গত ৯ জুন পিপলস লিবারেশন আর্মির প্রায় ২৫০ জন সদস্য ভারতীয় সীমানায় ঢুকে পড়ে৷ চারটি দলে বিভক্ত হয়ে তারা এ দেশে ঢুকে পড়ে৷ অরুণাচলের পূর্বে কামেং জেলায় ঢুকে তারা ‘রেইকি’ করে গিয়েছে৷

Advertisement

চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে ভারত এখনই বিশেষ হইচই করতে নারাজ৷ কারণ বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহেই সিওলে এনএসজি বৈঠক রয়েছে৷ তার আগে মিত্র-শত্রু কোনও দেশের সঙ্গেই সংঘাতে জড়িয়ে আন্তর্জাতিক মহলে নিজেদের শক্তির আগাম পরিচয় দেবে না৷ ৪৮ সদস্যের এনএসজি-তে ভারতের প্রবেশের বিরুদ্ধে এখনও সবচেয়ে অনড় অবস্থান চিনের৷ তারা চায়, ভারত নয়, পরমাণু ক্লাবে ঢুকুক পাকিস্তান৷ যদিও ভারত ইতিমধ্যেই সদস্য দেশ মেক্সিকো, ইতালি, সুইজারল্যান্ড ও খোদ আমেরিকার সমর্থন পেয়ে গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement