সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছরে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে এসেছে দিল্লি। এই দিল্লির বুকেই ঘটে যাওয়া নির্ভয়া ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়েছিল গোটা দেশে। এবার আবারও সেই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে দিল্লি। তবে এবার নির্যাতনের শিকার কোনও মহিলা নয়। এবার এক পুরুষের গণধর্ষণের ঘটনা ঘটল রাজধানীতে।
(মুম্বই হামলার সমস্ত প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে: বিকাশ স্বরূপ)
গত বুধবার দিল্লির গোবিন্দপুরি এলকায় এক ২৬ বছরের যুবককে ধর্ষণ করে চার ব্যক্তি। নির্যাতিত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, গত ২৯ জানুয়ারি তিনি অভিযুক্ত তিন ব্যক্তিকে দেখেছিলেন। গত বুধবার তিনি তাঁর আত্মীয়র সঙ্গে দেখা করে ফেরার পথে ওই চার ব্যক্তি তাঁকে আক্রমণ করে। তাঁকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনাটির প্রতিবাদ করার চেষ্টা করলে তাঁর মাথায় পাথর দিয়ে আঘাত করে অভিযুক্তরা। বর্তমানে নির্যাতিত ব্যক্তিকে এইমসে ভর্তি রাখা হয়েছে।
অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।