Advertisement
Advertisement

Breaking News

Bihar

৪ লক্ষ অস্থায়ী শিক্ষকের চাকরি হবে পাকা, বিহারে মাস্টারস্ট্রোক নীতীশের

তবে পাশ করতে হবে একটি পরীক্ষায়।

4 Lakh teachers will get status of state employees in Bihar। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 26, 2023 7:12 pm
  • Updated:December 26, 2023 7:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ঠিক আগেই মাস্টারস্ট্রোক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar)। মঙ্গলবার প্রায় ৪ লক্ষ অস্থায়ী শিক্ষককে রাজ্য সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে নীতীশ ক্যাবিনেট। স্বাভাবিক ভাবেই নতুন বছরের প্রাক্কালে এমন ঘোষণায় খুশির হাওয়া আন্দোলনকারী শিক্ষক মহলে।

দীর্ঘদিন ধরে বিহারে (Bihar) আন্দোলন করছিলেন অস্থায়ী শিক্ষকরা। অবশেষে মিলল সাফল্য। জানা গেল, এবার তাঁরা স্থায়ী হবেন। তবে এজন্য বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষায় পাশ করতে হবে। আর তাহলেই সরকার তাঁদের সরকারি কর্মীর তকমা দেবে। তিনবার পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। তিনবার ব্যর্থ হলে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। এতে ১৭ থেকে ১৮ বছর কর্মরত শিক্ষকরা পছন্দের ভিত্তিতে সুযোগ পাবেন।

Advertisement

[আরও পড়ুন: পাক নির্বাচনে মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ! মৌলবাদীদের দখলে যাবে ইসলামাবাদ?]

ক্যাবিনেট সচিব এস সিদ্ধার্থ জানিয়েছেন, এদিনের বৈঠকে মোট ২৯টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে প্রধান ইস্যুই ছিল এটি। যাতে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, যাঁরা বিপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। প্রসঙ্গত, বাংলাতেও অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের দাবি দীর্ঘদিন। সেই পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে মাস্টারস্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: হামাসের সুড়ঙ্গ থেকে উদ্ধার ৫ পণবন্দির দেহ! প্রকাশ্যে ভয়াবহ ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ