Advertisement
Advertisement
ঝাড়খণ্ডের বাঁধ

ঝাড়খণ্ডে উদ্বোধনের একদিনের মধ্যে ভেঙে পড়ল ৪২ বছর ধরে তৈরি হওয়া বাঁধ

২ হাজার ১৭৬ কোটি টাকা খরচ হয়েছিল এই প্রকল্প রূপায়ণে।

42 years in making, Jharkhand canal collapses 24 hours after opening
Published by: Soumya Mukherjee
  • Posted:August 31, 2019 9:31 pm
  • Updated:August 31, 2019 9:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪২ বছর আগে সেচের প্রয়োজনে একটি খাল তৈরির পরিকল্পনা নিয়ে তৎকালীন রাজ্য সরকার। এর জন্য বরাদ্দ করা হয়েছিল ১২ কোটি টাকা। কিন্ত, সময়মতো তৈরি হয়নি তা। বরং দেরি হতে হতে পেরিয়ে গিয়েছে চারটি দশক। বরাদ্দও গিয়ে পৌঁছে ছিল ২ হাজার ১৭৬ কোটি টাকায়। অবশেষে গত বুধবার প্রচুর মানুষের উপস্থিতিতে হাজারিবাগে অবস্থিত ওই খালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে পড়ল ওই খালের বাঁধ। এর জেরে ভেসেছে পার্শ্ববর্তী গিরিডি জেলার বাগোদার ব্লকের ৩৫টির বেশি গ্রামের কৃষি জমি। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ঝাড়খণ্ডে।

[আরও পড়ুন: রাষ্ট্রহীন প্রাক্তন রাষ্ট্রপতির স্বজনরাই! নাম বাদ পড়ায় প্রশ্নের মুখে এনআরসি’র পদ্ধতি]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪২ বছর আগে ওই খালটি তৈরির পরিকল্পনা হয়েছিল। কিন্তু, তারপর থেকে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গেলেও তা আর বাস্তবায়িত হয়নি। তবে ৪২ বছর ধরে একটু একটু করে কাজ এগিয়ে চলেছিল। গত বুধবার হাজারিবাগের বিষ্ণুগড়ে অবস্থিত কোনার রিভার ইরিগেশন প্রজেক্টের অর্ন্তগত ওই খালটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। আর তারপরই ভেঙে পড়ল তার বাঁধ। প্রথমে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ বাঁধের গায়ে ফাটল থেকে পান স্থানীয় বাসিন্দারা। তার ঠিক ১০ ঘণ্টা বাদেই সেটি ভেঙে চারিদিক প্লাবিত হয়ে পড়ে।

Advertisement

এপ্রসঙ্গে রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে দায়ী করা হয়েছে ইঁদুরকে। তাদের দাবি, ওই বাঁধের গায়ে একাধিক ইঁদুরের গর্ত ছিল। এর জেরেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই তিন সদস্যের একটি কমিটি তৈরি করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাদের।

Advertisement

[আরও পড়ুন: ‘অসমীয়ারা শেষ হয়ে গেল’, তালিকা দেখে চরম হতাশ এনআরসির মূল কারিগর]

বাগোদার বিজেপি বিধায়ক নগেন্দ্র মাহাতো জানান, তিনি যাদের জমি ভেসে গিয়েছে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি এই ঘটনার উপযুক্ত তদন্ত করারও দাবি তুলেছেন।

যদিও এই ঘটনার তীব্র সমালোচনা করেছে কংগ্রেস-সহ বাকি রাজনৈতিক দলগুলি। এপ্রসঙ্গে ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা অলোক দুবে বলেন, ‘বিজেপি সরকার হয় অন্যদের তৈরি জিনিসের কৃতিত্ব নেয় না হলে কোনারের মতো এই ধরনের ঘটনা ঘটায়।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ