Advertisement
Advertisement

Breaking News

উত্তরপ্রদেশে লাইনচ্যুত নিউ ফরাক্কা এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৫

যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান রেলের৷

5 dead as New Farakka Express derails in Rae Bareli
Published by: Sulaya Singha
  • Posted:October 10, 2018 8:49 am
  • Updated:October 10, 2018 8:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে ভয়াবহ রেলদুর্ঘটনায় আতঙ্ক ছড়ায় উত্তরপ্রদেশের রাইবেরেলিতে৷ লাইনচ্যুত হয়ে যায় নিউ ফরাক্কা এক্সপ্রেস৷ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে পাঁচজন৷ আহত বহু৷

[হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে মধ্যপ্রদেশে প্রচারে নামছে ‘ভক্ত’ রাহুল]

বুধবার সকালে উত্তরপ্রদেশের হারচাঁদপুর স্টেশন থেকে ৫০ মিটার দূরে আচমকা লাইনচ্যুত হয়ে যায় নিউ ফরাক্কা এক্সপ্রেসের ছটি কামরা৷ ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত বহু৷ ইতিমধ্যেই লখনউ ও বারাণসী থেকে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনডিআরএফ-এর দল৷ যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার কাজ চালানো হচ্ছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর৷ কীভাবে ঘটল এমন ঘটনা? যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান রেলের৷

[এবার যৌন কেলেঙ্কারিতে অভিযু্ক্ত এম জে আকবর, শোরগোল সোশ্যাল মিডিয়ায়]

গতকাল রাতে মালদহ থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল এক্সপ্রেস ট্রেনটি৷ ট্রেনে বহু বাঙালি যাত্রী ছিলেন জানা গিয়েছে৷ তবে রেলের তরফে এখনও পর্যন্ত নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি৷ পুজোর প্রাক্কালে এমন ঘটনায় উদ্বিগ্ন যাত্রীরা৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷ জেলাশাসক, এসপি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং এনডিআরএফ-কে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি৷ এর সঙ্গে নাশকতার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এটিএস৷

যাত্রীদের পরিবারের সাহায্যের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও৷ দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে চালু নম্বর৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ