Advertisement
Advertisement
Laskar

কুপওয়ারায় সেনার অভিযানে নিকেশ ৫ লস্কর জঙ্গি! এখনও চলছে তল্লাশি

কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গিরা।

5 terrorists killed in encounter in Jammu and Kashmir's Kupwara। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 26, 2023 7:28 pm
  • Updated:January 19, 2024 3:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালাতেই যৌথ নিরাপত্তা বাহিনীর হাতে খতম ৫ লস্কর জঙ্গি। তবে এখনও তল্লাশি জারি রয়েছে। আরও জঙ্গির সন্ধান মেলে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

আগেই জানা গিয়েছিল, কুপওয়ারা জেলার মচিল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গিরা। তাদের মধ্যে ২ জন খতম হয়েছিল। পরে আরও ৩ জনকে খতম করেছে যৌথ বাহিনী। ইতিমধ্যেই কাশ্মীর পুলিশের তরফে দায়ের করা এক বিবৃতিতে জানানো হয়েছে, এখনও তল্লাশি চলছে। নিকেশ হওয়া জঙ্গিরা সকলেই লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর সদস্য। অভিযানের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: উৎসবেও রেহাই নেই! দাদুর সঙ্গে দশেরা অনুষ্ঠানে গিয়ে ‘ধর্ষিতা’ ৩ বছরের শিশুকন্যা]

উল্লেখ্য, সপ্তাহদুয়েক আগে উপত্যকায় গ্রেপ্তার হয়েছিল এক জঙ্গি (Terrorist)। অভিযুক্ত লস্কর জঙ্গির নাম মুদাসির আহমেদ ভাট। তার কাছ থেকে গ্রেনেড-সহ প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল। গত মাসে ঠিক এমনই অনুপ্রবেশের চক্রান্ত রুখতে ৩ জঙ্গিকে খতম করেছিল সেনা। সেবারের অভিযান ছিল বারামুলা জেলায়। বারবার এই ধরনের অনুপ্রবেশে ‘সিঁদুরে মেঘ’ দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। পুলওয়ামা ধাঁচের বড় হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা, এমন আশঙ্কাকে উড়িয়ে দিতে নারাজ বিশেষজ্ঞরা।

Advertisement

[আরও পড়ুন: ‘হেমা মালিনীকেও নাচিয়ে ছেড়েছি’, উন্নয়ন নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ