Advertisement
Advertisement

Breaking News

OMG! ভারতের ৬০% ইঞ্জিনিয়ারিং পড়ুয়াই বেকার

চাকরির যোগ্যই নন পড়ুয়ারা, উদ্বিগ্ন কেন্দ্র৷

60 per cent of engineering graduates unemployed in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 18, 2017 9:29 am
  • Updated:March 18, 2017 9:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৬০ শতাংশ ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া কোনও চাকরি পাননি৷ চাকরি পাওয়ার যোগ্যতাও তাঁদের নেই, জানাল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন৷ সর্বভারতীয় এই সংস্থা জানাচ্ছে, দেশজুড়ে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যাঁরা স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন, তাঁদের মধ্যে অধিকাংশ পড়ুয়াই কোনও চাকরি পাননি৷ সংখ্যার হিসাবে যা বার্ষিক প্রায় ২০ লক্ষ৷

[নিরাপত্তার গাফিলতিতে বিপাকে ২৯ লক্ষ ডেবিট কার্ডের মালিক]

এখানেই শেষ নয়, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন আরও জানাচ্ছে, দেশজুড়ে এমন বহু কলেজ রয়েছে, যেখান থেকে পাশ করে বেরনো অধিকাংশ পড়ুয়াকেই চাকরি দেওয়া যায় না৷ তাঁরা সেই যোগ্যই নন৷ এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ কারিগরী শিক্ষাকে ঢেলে সাজাতে এক নয়া পরিকল্পনা গ্রহণ করেছে মন্ত্রক৷ ২০১৮-র জানুয়ারি থেকে দেশজুড়ে একটি অভিন্ন ‘ন্যাশনাল এন্ট্রান্স এগজ্যামিনেশন ফর টেকনিক্যাল ইনস্টিটিউশন’ বা ‘নীতি’ চালু করতে চায় কেন্দ্র৷ পাশাপাশি, প্রতিষ্ঠানের অধ্যাপক ও পড়ুয়াদের বাধ্যতামূলক প্রশিক্ষণও নিতে হবে কেন্দ্রের কাছে৷

Advertisement

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানাচ্ছেন, ‘নীতি’র প্রথম পরীক্ষাটি নেবে ন্যাশনাল টেস্টিং সার্ভিস (এনইটি)৷ গোটা পরীক্ষাটিই কম্পিউটার নির্ভর হবে৷ ২০১৮-র জানুয়ারিতে এনটিএস শুধু ‘নীতি’ই পরিচালনা করবে তাই নয়, পাশাপাশি ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ও (এনইইটি) নেবে৷ দেশজুড়ে কারিগরি শিক্ষার পড়ুয়াদের মানোন্নয়নে বিশেষ উদ্যোগী হবে মন্ত্রক৷ নেওয়া হচ্ছে একগুচ্ছ নতুন পরিকল্পনা৷

Advertisement

[চুমুর বহরে উঠে এল মহিলার ঠোঁটের মাংস, পলাতক যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ