Advertisement
Advertisement

Breaking News

কুড়ুল হাতে মেট্রোয় উঠলেন বৃদ্ধা, তারপর…

এমন ঘটনায় মেট্রো স্টেশনে তীব্র চাঞ্চল্য ছড়ায়৷

65-yr-old enters Delhi Metro with axe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 17, 2016 10:27 am
  • Updated:December 17, 2016 10:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃদ্ধার হাতে কুড়ুল৷ প্ল্যাটফর্মে ঢোকার আগে তা নজরেও পড়ল মেট্রোর নিরাপত্তারক্ষীর৷ তা সত্ত্বেও বয়সের কথা মাথায় রেখে তাঁকে ছেড়ে দেওয়া হল৷ কিন্তু বৃদ্ধা যে এমন কাণ্ড ঘটাবেন, তা হয়তো আন্দাজ করতে পারেননি কেউই৷

দিল্লির হাউজ খাস মেট্রো স্টেশনের ঘটনা৷ ৬৫ বছরের বৃদ্ধাকে একটি কুড়ুল হাতে স্টেশনে প্রবেশ করতে দেখেন সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কর্মী৷ মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বৃদ্ধা এম দত্ত গুরগাঁওয়ের বাসিন্দা৷ তাদের অনুমান, বৃদ্ধাকে বাধা দেওয়া হলে তিনি নিশ্চয়ই বয়সের দোহাই দিয়ে পার পেয়ে যান৷ অথবা বৃদ্ধা জানিয়ে দেন, কুড়ুলটি তিনি বাড়ির বিশেষ কোনও কাজে ব্যবহার করেন৷ তাই সেটির জন্য যেন তাঁকে আটকানো না হয়৷ ফলে নিরাপত্তারক্ষীর অনুমতি নিয়েই কুড়ুল হাতে মেট্রোয় উঠতে সফল হন এম দত্ত৷ আর তার পরই ঘটে সেই কাণ্ড৷

Advertisement

মেট্রোর ভিতর বসা নিয়ে আরেক মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই বৃদ্ধা৷ এরপর মেজাজ হারিয়ে হাতের কুড়ুল নিয়ে তাঁর উপর হামলার চেষ্টা করেন৷ সঙ্গে সঙ্গে আশেপাশের যাত্রীরা বৃদ্ধাকে আটকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ গোটা ঘটনায় সিআইএসএফ-এর কর্মরত ওই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে৷ এমন ঘটনায় মেট্রো স্টেশনে তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ প্রশ্ন ওঠে রেলের নিরাপত্তা নিয়েও৷ পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ