Advertisement
Advertisement

বিএসএফের জবাবে খতম ৭ পাক রেঞ্জার্স

সার্জিক্যাল স্ট্রাইকের পর এই নিয়ে লাগাতার ৩২ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷

7 Pakistan Rangers Killed In BSF's Retaliatory Fire Along IB In Jammu And Kashmir’s Kathua

সার্জিক্যাল স্ট্রাইকের পর এই নিয়ে লাগাতার ৩২ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 9:05 am
  • Updated:January 17, 2020 3:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এনকাউন্টারে ওদের মেরে ফেলবেন না৷ ওরা ভুল করে বিপথগামী হয়েছে৷ ওরা আমাদের ঘরের ছেলে৷ ওদের বুঝিয়ে-সুঝিয়ে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনুন৷ এই কাজ করতে সরকার সবরকমভাবে আপনাদের সাহায্য করবে৷” হাতে অস্ত্র তুলে নেওয়া বিপথগামী কাশ্মীরি যুবকদের প্রসঙ্গে শুক্রবার রাজ্য পুলিশের কাছে এই আর্জি জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ এদিকে, মেহবুবার এই আর্জির মধ্যেই পাকিস্তানের উপর বড় আঘাত হানল বিএসএফ৷ শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ জম্মুর কাঠুয়া জেলার হীরানগর সেক্টরের ববিয়াপোস্ট দিয়ে রাজ্যে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করে পাক সীমান্তরক্ষীবাহিনী ‘পাকিস্তান রেঞ্জার্সের’ জওয়ানরা৷ সঙ্গে সঙ্গে দূরপাল্লার মেশিনগান ও ভারি মর্টার দেগে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে বিএসএফ৷ কয়েক ঘণ্টা তীব্র গুলি যুদ্ধের পর বিএসএফ এক বিবৃতিতে জানায়, তাদের পাল্টা গুলিতে সাত জন পাক রেঞ্জার্স নিহত হয়েছে৷ খতম হয়েছে এক পাক জঙ্গিও৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক রেঞ্জার্সের আউটপোস্টটি৷
বিএসএফ জানিয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকের পর এই নিয়ে লাগাতার ৩২ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ এ দিন পাক হামলার পাল্টা জবাব দিতে গিয়েই গোলাগুলি চালায় বিএসএফ৷ তাতেই এত ক্ষয়ক্ষতি পাকিস্তানের৷
বিএসএফ জানিয়েছে, তাদের কাছে খবর আছে, পাক সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলগুলি দাবি করছে, পাঁচ জন পাক রেঞ্জার্স মারা গিয়েছে৷ কিন্তু বিএসএফ নিশ্চিত মারা গিয়েছে সাত জন রেঞ্জার্স৷ তবে পাক সেনাবাহিনী দাবি করেছে, তাদের দিকে কোনও মৃত্যু হয়নি৷ এদিন পাক রেঞ্জার্সের এক স্নাইপারের গুলিতে জখম হন বিএসএফ জওয়ান গুরনাম সিং৷ তারপরই ক্রুদ্ধ বিএসএফ জওয়ানরা উচিত শিক্ষা দিতে ব্যাপক গুলিবৃষ্টি শুরু করেন৷ ফল হাতেনাতে৷ নিহত এক জঙ্গি ও সাত রেঞ্জার্স৷ তবে বিএসএফ কনস্টেবল গুরনাম সিংয়ের অবস্থা সঙ্কটজনক৷ জম্মুর হাসপাতালে তাঁর শরীর থেকে কয়েকটি বুলেট বের করা হয়েছে৷

kashmir_web
শ্রীনগরে বিএসএফের প্রহরা। শুক্রবার। ছবি: পিটিআই।

শুক্রবার সকালেও নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ৷ তবে এদিন সকাল ন’টা নাগাদ রাজৌরিতে দু’বার যুদ্ধবিরতি ভেঙে গুলি চালায় পাক সেনা৷ এক বিএসএফ জওয়ান জখম হয়েছেন৷ পাকিস্তান অভিযোগ করেছে, বিএসএফের গুলিতে পাক রেঞ্জার্সের এক জওয়ান নিহত হয়েছেন৷
অন্যদিকে, রাজ্যে সন্ত্রাস ও জঙ্গিদের প্রতি যুব সম্প্রদায়ের সহানুভূতি বেড়ে যাওয়া প্রসঙ্গে মেহবুবা বলেন, “কিশোর ও যুবকরা নানা প্রলোভনে ও ফাঁদে পা দিয়ে হাতে অস্ত্র তুলে নিচ্ছে৷ মিথ্যে আজাদির স্বপ্ন দেখানো হচ্ছে ওদের৷ এটা ওদের দোষ নয়৷ ওরা ভুল বুঝছে৷ ওদের নরম মনের সুযোগ নিচ্ছে সীমান্তপারের জঙ্গি নেতারা৷ ওদের ব্যবহার করা হচ্ছে৷ তাই ওদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে এনে হাতে ব্যাট, বল, তুলি, কলম তুলে দিতে হবে৷ ওরা যেন বন্দুক হাতে তুলে না নেয়, সেটা নিশ্চিত করতে হবে৷  ওদের স্কুল-কলেজে পাঠানোর ব্যবস্হা করতে হবে৷ এ ব্যাপারে উদ্যোগ নিক পুলিশ৷”
এদিন জে-ওয়ান পুলিশ কমপ্লেক্সে রাজ্য পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ওই কথাগুলি বলেন৷ মেহবুবা সাফ জানান, আগে জঙ্গি হামলা ও সন্ত্রাস বন্ধ হতে হবে৷ হামলা বন্ধ হলে, শান্তি আসবে৷ তবেই আফস্পা বা সশস্ত্রবাহিনীর বিশেষ ক্ষমতা আইন তুলে নেওয়ার প্রশ্ন উঠছে৷ না হলে ‘কালা কানুন’  আফস্পা বজায় থাকবে৷ একতরফা আফস্পা তুলে নিলে জঙ্গিরা নৈরাজ্য সৃষ্টি করে তার ফায়দা তুলবে৷
তিনি বলেন, “আমরা তো কাউকে বন্দুকের ডগায় চোখ রাঙিয়ে আলোচনায় বসতে বলতে পারি না৷ আমি দিল্লিকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনায় বসতে বলতে পারি তখনই যখন জঙ্গিরা এবং উপত্যকার বিপথগামী বন্দুকধারীরা তাদের বন্দুক নামিয়ে রেখে কথা বলতে চাইবে৷”
এদিকে, দেশের পশ্চিম উপকূলের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ শুক্রবার মুম্বইয়ে ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, “অর্থনৈতিকভাবে সর্বাধিক উন্নত পশ্চিম উপকূল জঙ্গিদের হানাদারির জন্য সহজগম্য৷ এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্র-রাজ্য ভাল সহযোগিতার প্রয়োজন আছে৷” এই বৈঠকে মহারাষ্ট্র, গুজরাত, গোয়া, দমন ও দিউ এবং দাদরা ও নগরহাভেলির মুখ্যমন্ত্রী ও প্রশাসকরা উপস্থিত ছিলেন৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ