সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনে শিশুরা খেলা করছিল। বৃদ্ধর সেই দৃশ্য না-পসন্দ। শিশুদের সেখান থেকে দূরে চলে যেতে বলেছিল বৃদ্ধ। কিন্তু শিশুরা সেখান থেকে সরে যায়নি। বৃদ্ধের বাড়ির সামনেই বন ফায়ারের প্রস্তুতি নিচ্ছিল। আর তাই দেখেই শিশুদের গায়ে অ্যাসিড ছুড়ে মারল বৃদ্ধ। দিল্লির ভারত নগরের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বৃদ্ধর নাম বিনোদ কুমার। ছয় শিশু এবং দুই মহিলার গায়ে ফিনাইল ছুড়ে মারায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনায় আহত অনিকেত, সুরজ, সুরেশ, আদর্শ, কমল, করণ, ববিতা এবং বাবলি। জখম অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেরায় বৃদ্ধ জানিয়েছেন, রবিবার দুপুরে তিনি নিজের বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় তিনি বাড়ির সামনেই বাচ্চাদের খেলতে দেখেন। বাচ্চাদের সেখান থেকে সরে গিয়ে খেলতে বললেও বৃদ্ধের কথা শোনেনি তারা। আর তাই রাগের মাথায় তিনি বাচ্চাদের দিকে ফিনাইল ছুড়েছেন বলেই দাবি তাঁর। ছ’টি শিশু যখন বৃদ্ধর বাড়ির সামনে খেলছে তখন দু’জনের অভিভাবকও সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাটি দেখে তাঁরা বৃদ্ধকে আটকাতে গেলে তাঁরাও অ্যাসিড দ্বারা আক্রান্ত হন।