Advertisement
Advertisement

Breaking News

পাক জেলে বন্দি ৭৪ জন নিখোঁজ জওয়ান: বিদেশমন্ত্রক

অথচ তাঁদের অস্তিত্বই স্বীকার করছে না পাকিস্তান৷

74 defense personnel are in Pak custody, says govt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 10, 2017 11:44 am
  • Updated:February 10, 2017 11:44 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তত ৭৪ জন নিখোঁজ জওয়ান পাকিস্তানের হেফাজতে রয়েছেন৷ যাঁদের মধ্যে কয়েকজন প্রতিরক্ষা বিভাগের আধিকারিকও রয়েছেন৷ কিন্তু তাঁদের অস্তিত্ব এখনও স্বীকার করেনি ইসলামাবাদ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং৷ খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷

(অর্থনীতির বিকাশের দ্রুততায় বিশ্বে সেরা ভারতই, চিন্তায় পাকিস্তান)

ভি কে সিং জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানের কাছে এই বিষয়টি তুলে ধরেছে৷ কিন্তু পাকিস্তানের তরফে কোনও সদর্থক সাড়া মেলেনি৷ কেন্দ্রীয় গোয়েন্দারা ও একাধিক কেন্দ্রীয় সংস্থা এ বিষয়ে নিশ্চিত, যে ওই নিখোঁজ জওয়ানরা পাকিস্তানেই কোনও না কোনও গোপন জেলে বন্দি হয়ে রয়েছেন৷ কিন্তু তাঁদের অস্তিত্ব কখনই পাকিস্তান স্বীকার করছে না৷ বন্দি ভারতীয় জওয়ানদের উপর পাকিস্তানে যথেচ্ছ অত্যাচার করা হতে পরেও বলেও আশঙ্কা কেন্দ্রীয় গোয়েন্দাদের৷ সূত্রের খবর, এই জওয়ানদের মধ্যে যেমন বিএসএফ অফিসাররা রয়েছেন, তেমনই রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দাবাহিনীর সদস্যরাও৷

Advertisement

(গোপনে আস্ত একটি পারমাণবিক শহর তৈরি করছে ভারত, অভিযোগ পাকিস্তানের)

ভি কে সিং জানিয়েছেন, নিখোঁজ জওয়ানদের খোঁজে ২০০৭-এ পাকিস্তানের কয়েকটি জেলেও গিয়েছিলেন বিদেশমন্ত্রকের বড় কর্তারা৷ কিন্তু কোনও জেলেই কোনও ভারতীয়র খোঁজ মেলেনি৷ এর পিছনেও যে পাকিস্তানেরই কারচুপি রয়েছে সেটাও হাবেভাবে বুঝিয়ে দিচ্ছে বিদেশমন্ত্রক৷ যদিও এখনও সুযোগ পেলেই পাক হাই কমিশনারের কাছে বিষয়টি নিয়ে দরবার করে ভারত, জানিয়েছেন ভি কে সিং৷ রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে অন্তত ২০৮ জন ভারতীয় সরকারিভাবে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন৷ যাঁদের মধ্যে ৬১ জন সাধারণ নাগরিক, ১৪৭ জন মৎস্যজীবী৷

Advertisement

(শেষে ভারতকে নকল করে এটাও করল পাকিস্তান!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ