Advertisement
Advertisement

বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

প্রায় ৫০ লক্ষ কর্মচারীর বেতন বাড়ছে৷ উপকৃত হবেন প্রায় ৫৮লক্ষ পেনশনভোগীও৷

7th Pay Commission: Government Clears Big Pay Hikes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 1:11 pm
  • Updated:September 2, 2019 12:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্তে প্রায় ২৩.৫ শতাংশ বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷  বুধবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে কমিশনের এই আবেদনে সিলমোহর দিল কেন্দ্র৷  এর ফলে প্রায় ৫০ লক্ষ কর্মচারীর বেতন বাড়ছে৷  উপকৃত হবেন প্রায় ৫৮লক্ষ পেনশনভোগীও৷

চলতি বছরের গোড়ার দিকেই সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্র৷  যার নেতৃত্বে ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি পি কে সিনহা৷  সেই কমিটিই এদিন এই সিদ্ধান্ত জানিয়ে রিপোর্ট জমা দিল অর্থমন্ত্রকের দফতরে৷  সেইমতো উপকৃত হচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা৷  কমিশনের সুপারিশ অনুযায়ী এবার সর্বনিম্ন বেতন হতে চলেছে ১৮,০০০০টাকা৷  অন্যদিকে সর্বোচ্চ বেতন হতে পারে ২,৫০,০০০ টাকা৷  এই বেতনকাঠামো কার্যকর হবে ১ জানুয়ারী, ২০১৬ থেকেই৷  সেক্ষেত্রে এরিয়ার একদফায় দিয়ে দেওয়া হবে নাকি ধাপে ধাপে দেওয়া হবে, তা খতিয়ে দেখা হচ্ছে৷  এছাড়াও এই কমিশনের সুপারিশে চলচি বেতনকাঠামো পালটে ‘পে-ম্যাট্রিক্স’ সামনে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে৷

Advertisement

বেতনবৃদ্ধির ফলে সরকারী কোষাগার থেকে খরচ বাড়ছে প্রায় ১.০২ লাখ কোটি টাকা৷ যদিও সরকারের আশা এর ফলে চাঙ্গাই হবে দেশের অর্থনীতি৷  বিশেষত রিয়েল এস্টেটের মতো ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে বলেই আশা করা হচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement