Advertisement
Advertisement

Breaking News

ট্রাফিক আইন ভেঙে উল্টে পুলিশকেই আক্রমণ যুবতীর

বাধা দিতে এলে মহিলা সার্জেন্টকে চড় মারে সে৷

A girl charged with fine slapped a woman cop in Mumbai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 3:23 pm
  • Updated:September 7, 2016 3:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেলমেট ছাড়াই স্কুটারে যাচ্ছিলেন মহিলা যাত্রী৷ নিয়মমতো কর্তব্যরত মহিলা ট্রাফিক সার্জেন্ট তাঁকে আটক করেছিলেন৷ তাঁর জরিমানা ধার্য হয়েছিল ৫০০ টাকা৷ কিন্তু জরিমানা দেওয়া তো দূরের কথা, উল্টে মহিলা পুলিশের উপরই চড়াও হল ওই যাত্রী৷ মুম্বই সাক্ষী থাকল এই ঘটনার৷

মাসখানেক আগেও মুম্বইতে ঘটেছিল একইরকম ঘটনা৷ বিলাস সিন্দে নামে এক ট্রাফিক পুলিশ হেলমেট ও লাইসেন্স না থাকার কারণে আটক করেন এক নাবালককে বাইক আরোহীকে৷ জরিমানা না দিয়ে অভিযুক্তই উল্টে আক্রমণ করেছিল পুলিশকে৷ সে ঘটনার ছায়াই যেন দেখা গেল এখানেও৷ নাকাবন্দি এলাকায় প্রিয়াঙ্কা খট নামে এক মহিলা পুলিশ ছিলেন ট্রাফিক সামলানোর দায়িত্বে৷ হেলমেট ছাড়া স্কুটার চালিয়ে যাওয়ার কারণে তিনি আরতি পাটলেকার নামে এক যুবতীকে আটক করেন৷ মহারাষ্ট্রের নতুন আইন অনুযায়ী তার থেকে ৫০০ টাকা জরিমানা চাওয়া হয়৷ আরতি নামের ওই যুবতী ১০০ টাকার বেশি জরিমানা দিতে অস্বীকার করে৷ এই নিয়ে পুলিশের সাথে বচসা শুরু হয় তার৷ তাকে বোঝানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি৷ উপরন্তু পুলিশদের উদ্দেশ্যে তিনি কটূক্তি করতে শুরু করেন৷ পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক পুলিশকর্মীর সঙ্গেও এ নিয়ে বচসা বাধে তার৷ এ সময়ই বাধা দিতে এলে মহিলা সার্জেন্টকে চড় মারে সে৷ তারপর নিজের দাদাকে ফোন করে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ করে৷ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরতির দাদাও পুলিশকে তার উচ্চমহলে পরিচিতির কথা বলে ভয় দেখানোর চেষ্টা করে৷

Advertisement

এরপরই অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হয়৷ ৩৩২ ও ৩৫৩ ধারায় সরকারি কর্মচারীকে হেনস্তা করার দায়ে মামলা করা হয় তাদের বিরুদ্ধে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ