সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত বাসে দুই যাত্রীর বচসা শেষ পর্যন্ত খুন পর্যন্ত গড়াল। বুধবার তামিলনাড়ুর এই ঘটনায় বাকি যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতার সুযোগ নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
সূত্রের খবর, ওই বাসে করে মাদুরাই যাচ্ছিলেন কারুপ্পসামি। সেই বাসেই তাঁর পাশে বসেছিল ওই অজ্ঞাতপরিচয় অভিযুক্ত। হঠাৎ অজানা কারণেই দুজনের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসায় খুব একটা কান দেননি অন্যান্য যাত্রীরা। কিন্তু আচমকা বন্দুক বের করে গুলি চালিয়ে দেয় অভিযুক্ত ওই যাত্রী। সঙ্গে সঙ্গেই আতঙ্কিত যাত্রীরা বাস দাঁড় করিয়ে দেন। আর সেই সুযোগেই বাস থেকে নেমে চম্পট দেয় অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, বাস সাত্তুরে ঢোকার খানিক আগেই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গিয়ে বাস থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু অভিযুক্ত ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বন্দুক সমেত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত খুনির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।