Advertisement
Advertisement

Breaking News

A Raja

‘বিজেপির জয় শ্রীরাম, ভারতমাতার আদর্শ মানবে না তামিলনাড়ু’, বিস্ফোরক ডিএমকে সাংসদ

এ রাজাকে পালটা দিল বিজেপিও।

A Raja says TN will never accept BJP's ideology of Jai Shri Ram, Bharat Mata। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:March 5, 2024 7:23 pm
  • Updated:March 5, 2024 7:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে ‘কুমন্তব্য’ করে আগে বিতর্কে জড়িয়েছিলেন ডিএমকে সাংসদ এ রাজা। এবার ফের বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাঁকে। তিনি দাবি করলেন, তামিলনাড়ু কখনও বিজেপির জয় শ্রীরাম ও ভারতমাতার আদর্শকে গ্রহণ করবে না। তাঁকে পালটা দিল গেরুয়া শিবিরও।

মাদুরাইয়ে এক জনসভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে (A Raja) বলতে শোনা যায়, ”ওদের ব্যখ্যা অনুযায়ীই আপনাকে বলতে হবে জয় শ্রীরাম, বলতে হবে ভারতমাতা কি জয়! তাহলে বলতে হবে, তামিলনাড়ু (Tamil Nadu) কোনওদিনই ভারতমাতা ও জয় শ্রীরাম গ্রহণ করবে না।” বিজেপিকে ‘রামের শত্রু’ বলেও তোপ দেগেছেন রাজা। তাঁর কথায়, ”কে এই রামের শত্রু? আমার তামিল শিক্ষক বলেছিলেন রাম সীতার সঙ্গে বনে গিয়েছিলেন। সেখানে তিনি এক শিকারিকে স্বীকৃতি দেন। মেনে নেন সুগ্রীব ও বিভীষণকেও। কোনও জাতপাতের বিষয় ছিল না। আমি রামায়ণ বা রাম জানি না। আমি এতে বিশ্বাস করি না।”

Advertisement

[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]

তাঁকে আরও বলতে শোনা যায়, ”মনে রাখতে হবে,দেশ বলতে বোঝায় এক ভাষা, এক সংস্কৃতি, এক প্রথা। ভারত কোনও দেশ নয়। এটা একটা উপমহাদেশ। যদি কোনও সম্প্রদায় গোমাংস খায়, মেনে নিতে হবে। মণিপুরে কুকুরের মাংস খান অনেকে। এটা ওঁদের সংস্কৃতিতে রয়েছে। আপনাদের কী সমস্যা? ওঁরা কি আপনাদের খেতে জোর করেছেন?”

Advertisement

পাশাপাশি ডিএমকে সাংসদ মোদি সরকারকে তোপ দেগে বলেন, ”মোদি (PM Modi) বলেছেন লোকসভা নির্বাচনের পরে তামিলনাড়ুতে ডিএমকে থাকবে না। যদি ডিএমকে না থাকে, তাহলে ভারতও থাকবে না। ওরা (বিজেপি) তো চায় সংবিধানকে ছুড়ে ফেলতে। ওরা ফের ক্ষমতায় এলে সংবিধানই থাকবে না।”

[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার ৩ ছাত্রী! গ্রেপ্তার এমবিএ ছাত্র] 

রাজার এমন সব মন্তব্যের পালটা দিয়েছে বিজেপিও (BJP)। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডলে লেখেন, ‘ডিএমকের (DMK) ঘৃণাভাষণ চলছেই। উদয়ানিধি স্ট্যালিনের পর এবার এ রাজা। উনি ভারতের বিচ্ছিন্নতার কথা বলেছেন। ভগবান রামকে উপহাস করেছেন। মণিপুরীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ