Advertisement
Advertisement

Breaking News

১ জুলাই থেকে আয়কর রিটার্ন, নয়া প্যান কার্ডে বাধ্যতামূলক আধার

নয়া নিয়ম নিয়ে কী বলছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস? জানুন এই প্রতিবেদনে।

Aadhaar Card mandatory for ITR, PAN from 1st july
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2017 3:14 am
  • Updated:June 11, 2017 3:14 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর রিটার্ন জমা দিতে ও নতুন প্যান কার্ডের আবেদনে ১ জুলাই থেকে আধার কার্ড বাধ্যতামূলক৷ শনিবার এ কথা জানিয়ে দিয়েছে সেণ্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)৷ শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর এ নিয়ে নানা মহলে ধোঁয়াশা তৈরি হয়েছিল৷ সিবিডিটি এদিন তার ব্যাখ্যা দিয়েছে৷ জানিয়েছে যে, শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে আংশিক স্বস্তি পাবেন তাঁরাই, যাঁদের এখনও আধার কার্ড বা আধার এনরোলমেণ্ট আইডি নেই৷ তাই আয়কর দপ্তর এখনই তাঁদের প্যান কার্ড বাতিল করবে না৷ কিন্তু আধার নম্বর পেলে তা কর রিটার্নে যুক্ত করতেই হবে৷ আধার বাধ্যতামূলক করা নিয়ে মামলা চলছে সাংবিধানিক বেঞ্চে৷ সেই ইস্যুর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাদের আধার কার্ড নেই, তাদের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হবে না৷

[পাক অধিকৃত কাশ্মীর দখলের দাওয়াই বাবা রামদেবের]

কী বলেছে সিবিডিটি? এক, আগামী ১ জুলাই থেকে আধার নম্বর বা আধার এনরোলমেণ্ট আইডি থাকলে আয়কর রিটার্ন ও প্যান কার্ডের আবেদনে সেটা উল্লেখ করতেই হবে৷ দুই, যাঁদের আধার নেই বা আধার কার্ড করাতে ইচ্ছুক নন, তাঁরা সাময়িক নিষ্কৃতি পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশে৷ তাই প্যান কার্ড বাতিল বা আয়কর আইনের আওতায় প্যান নম্বর উল্লেখ না করায় অন্য কোনও ব্যবস্থা তাঁদের বিরু‌দ্ধে নেওয়া হবে না৷ তিন, প্যান নম্বর বাতিল হয়ে গেলে ব্যাঙ্কে পরিষেবা বা অন্য কোনও আর্থিক লেনদেনে অসুবিধা হতে পারে৷ তাই এই সাময়িক ব্যবস্থা রাখা হয়েছে৷ শুক্রবার আইন মন্ত্রক, অর্থ মন্ত্রক, সিবিডিটি ও আয়কর দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা রায় খতিয়ে দেখে এই ব্যাখ্যা দিয়েছেন৷

Advertisement

[মান্দসৌর কাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীকে ডিম ছুড়লেন কংগ্রেস কর্মীরা]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ