Advertisement
Advertisement
Abhishek Banerjee

Abhishek Banerjee: নজরে এবার উত্তর-পূর্ব, আগামী মাসে ২ দিনের মেঘালয়ে সফরে যাচ্ছেন অভিষেক

আগামী বছর মেঘালয়ে বিধানসভা নির্বাচন।

Abhishek Banerjee will visit Meghalaya on May 3 and 4 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 15, 2022 3:00 pm
  • Updated:April 15, 2022 4:03 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলার পর ফের ভিনরাজ্যের রাজনৈতিক জমি শক্ত করার দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল (TMC)। এ মাস পেরলেই ফের উত্তর-পূর্ব সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, ৩ এবং ৪ মে তাঁর মেঘালয় সফর। আগামী বছর উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যটিতে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে যাবেন অভিষেক। এই মুহূর্তে মেঘালয়ের (Meghalaya) রাজনীতিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে বাংলার শাসকদল। নির্বাচনী যুদ্ধের স্ট্র্যাটেজি ঠিক করতেই অভিষেকের ২ দিনের সফর বলে মত রাজনৈতিক মহলের।

ডিসেম্বরের প্রথম দিকেই মেঘালয়ের রাজনৈতিক চিত্রে অনেকটা বদল আসে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা মুকুল সাংমা (Mukul Sangma) ১১ জন বিধায়ককে নিয়ে তৃণমূলে যোগ দেন। উপরন্তু মেঘালয়ের বিধানসভার স্পিকারের কাছে দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজের আরজি জানিয়েও সুরাহা হয়নি কংগ্রেসের। স্পিকার মন্তব্য করেন যে, দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজের কোনও প্রয়োজন নেই। ফলে মেঘালয় বিধানসভায় আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল।

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আদিবাসী নাবালিকাকে ‘গণধর্ষণ’, অভিযু্ক্ত ৫]

সেই সংগঠনকেই আরও চাঙ্গা করতে চায় তৃণমূল। সেই লক্ষ্য়ে আগামী ৩ ও ৪ তারিখ মেঘালয় সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার তিনি ত্রিপুরায় গিয়েছেন। এবার মেঘালয়ে যাচ্ছেন। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মেঘালয় ও অসমে বিধানসভা ভোট।  দুই রাজ্যেই থাবা বসাতে চাইছে তৃণমূল। এর আগে ত্রিপুরার লড়াইতেও অংশ নিয়েছিল বাংলার শাসকদল।  খুব একটা দাগ কাটতে পারেনি।  বিজেপি ফিরেছে সে রাজ্যে। 

Advertisement

[আরও পড়ুন: ধর্ষণের চেষ্টার অপমান ঢাকতে গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নাবালিকা]

তবে মেঘালয়ের রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম। সেখানে এই মুহূর্তে প্রধান বিরোধী দল তৃণমূল। তাই তেইশের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ছে তারা।  তারই প্রস্তুতি নিতে প্রথম দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মেঘালয়ে। তবে তাঁর সফরের আগে সেখানে যাবেন তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা সব্যসাচী দত্ত। তিনি প্রাথমিকভাবে সংগঠনের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। এরপর অভিষেক জরুরি পরামর্শ দেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ