Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

বিএসপি বিধায়ক হত্যাকাণ্ডের প্রধান সাক্ষীকে খুন! যোগীরাজ্যে এনকাউন্টারে ঝাঁজরা অভিযুক্ত

গত কয়েক বছরে একাধিক বার হামলার মুখে পড়তে হয়েছিল উমেশ পালকে।

Accused in Umesh Pal murder case killed in encounter in Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 27, 2023 8:50 pm
  • Updated:February 27, 2023 8:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এনরাউন্টার যোগীরাজ্যে। বিএসপি বিধায়ক রাজু পালের হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী ছিলেন উমেশ পাল। সেই উমেশের খুনের অভিযুক্ত আরবাজকে এনকাউন্টারে ঝাঁজরা করে দিল উত্তরপ্রদেশ পুলিশ।

যোগী প্রশাসনের (Yogi Adityanath Govt) তরফে জানানো হয়েছে, প্রয়াগরাজের নেহরু পার্ক এলাকায় উত্তরপ্রদেশ ও জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের এনকাউন্টারে মৃত্যু হয়েছে আরবাজের। প্রয়াগরাজ পুলিশ দাবি করেছে, উমেশের খুনে জড়িত ছিল আরবাজ। সে কোথায় গা ঢাকা দিয়েছে, সূত্র মারফত তা জানতে পারে পুলিশ। খবর পেয়ে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়। সে সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আরবাজ। গুলিতে রাজেশ মৌর্য নামে এক পুলিশ কর্মী জখম হন। এরপরই পালটা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় আরবাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে বলে মৃত ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: ত্রিপুরা-নাগাল্যান্ডে গেরুয়া ঝড়ে ক্ষমতায় ফেরার পথে BJP! মেঘালয়ে কার পাল্লা ভারী?]

২০০৫ সালে উত্তরপ্রদেশে বিএসপি (BSP) বিধায়ক রাজু পাল খুন হয়েছিলেন। প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে তাঁকে খুনের অভিযোগ উঠেছিল। সেই মামলার প্রধান সাক্ষী ছিলেন রাজুর বন্ধু উমেশ পাল। যে কারণে একাধিক বার হামলার মুখে পড়তে হয়েছে তাঁকে। প্রাণনাশের আশঙ্কায় উমেশের জন্য দু’জন দেহরক্ষীও নিয়োগ করে প্রশাসন। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার সন্ধেয় নিজের গাড়ি থেকে বের হওয়ার সময় দেহরক্ষীর উপস্থিতিতেই তাঁর উপর চলে গুলি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তে জানা যা, সাতটি গুলি লেগেছিল তাঁর। সেই খুনেই অভিযুক্ত আরবাজকে এবার এনকাউন্টারে ঝাঁজরা করে দিল যোগীর পুলিশ। পরে মৃত্যু হয়েছে তাঁর এক দেহরক্ষীরও।

Advertisement

[আরও পড়ুন: দেড় দশক পর ভারী তুষারপাত সান্দাকফু-লাচুংয়ে, সাক্ষী হতে ঘুরে আসুন আপনিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ