BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট করেছে প্রাক্তন প্রেমিক, অভিযোগ অভিনেত্রীর

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 20, 2017 2:04 pm|    Updated: February 20, 2017 2:04 pm

Actress accuses ex-boyfriend of revenge porn

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক শেষ হয়ে গিয়েছে৷ কিন্তু প্রাক্তন প্রেমিক উত্যক্ত করা ছাড়েনি৷ পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে, প্রেমিকার নগ্ন ছবি টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সে৷ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন মুম্বইয়ের এক মডেল-অভিনেত্রী৷ শুক্রবার জুহু পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের হয়েছে৷

তিন বছরের শিশুকে ধর্ষণ করে আবর্জনায় ফেলে দিল ধর্ষক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সঙ্গে ৩ বছর সম্পর্ক ছিল ওই অভিনেত্রীর৷ কয়েক মাস আগেই তা ভেঙে যায়৷ অভিযোগ, সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও নানা ভাবে তাঁকে উত্যক্ত করত ওই যুবক৷ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার সমস্ত খবরাখবর রাখত সে৷ সম্প্রতি ২৫ বছরের ওই মডেল তথা অভিনেত্রী এক বন্ধুর মারফত জানতে পারেন, তাঁর অশালীন ছবি টুইটারে আপলোড করেছে প্রাক্তন প্রেমিক৷ এরপরই পুলিশের কাছে যান তিনি৷

শ্মশানে নিয়ে যাওয়ার পথে উঠে বসল ‘মৃত’ ছেলে

অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় আইনের ৩৫৪(এ) ধারায় যৌন হয়রানি, ৩৫৪ (ডি) ধারায় ইন্টারনেটে মহিলার উপর নজরদারি করে হয়রানি করা এবং অশালীন ছবি প্রকাশ করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ৷ জানা গিয়েছে, মুম্বইয়ের অন্ধেরি এলাকায় থাকে অভিযুক্ত যুবক৷ খবর দেওয়া হয়েছে সেখানকার পুলিশকে৷

এই নতুন নেশাতেই মজছে স্কুল পড়ুয়ারা, চিন্তায় অভিভাবকরা

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে