Advertisement
Advertisement

চিটফান্ড ইস্যুতে লোকসভায় অধীরের নিশানায় তৃণমূল, ক্ষুব্ধ মমতা

মমতাকে ধৈর্য ধরার বার্তা ইউপিএ চেয়ারপার্সনের।

 Adhir slams Mamata Govt on Sarada Scam
Published by: Tanujit Das
  • Posted:February 13, 2019 3:24 pm
  • Updated:February 13, 2019 7:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্তরে পারস্পারিক সহযোগিতার যে বাতাবরণ তৈরির চেষ্টা করছিল বিরোধীরা তাতে বড়সড় ফাটলের ইঙ্গিত! বুধবার লোকসভায় চিটফান্ড ইস্যুতে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ সূত্রের খবর, এই ঘটনার যথেষ্ট ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপোধ্যায়৷

[ফের কুম্ভমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন বিহারের রাজ্যপাল ]

Advertisement

বুধবার লোকসভায় বক্তব্য পেশের সময়, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ তিনি অভিযোগ করেন, বাংলায় চিটফান্ডের নামে মানুষের টাকা লুঠ করা হয়েছে৷ যারা এই চুরিতে মদত দিয়েছে, তাঁরাই সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে৷ কংগ্রেস সাংসদ বলেন, ‘‘চোর মাচায়ে শোর’’৷ সূত্রের খবর, অধীর চৌধুরীর এই বক্তব্যেই ক্ষুব্ধ হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও তিনি বলেন, “আমারা ইস্যুভিত্তিক বিরোধিতা করি ঠিক আছে, কিন্তু আসলে  আমরা এক।”

Advertisement

[ইউপিএ জমানার চেয়ে সস্তায় রাফালে চুক্তি, CAG রিপোর্টে স্বস্তি মোদি সরকারের]

বুধবার লোকসভায় অধীর চৌধুরী যখন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চিটফাণ্ডে ‘চুরি’র অভিযোগ তোলেন, তখন তাঁকে টেবিল চাপড়ে সমর্থন জানান বিজেপি সাংসদরাও৷ পীয়ূষ গোয়েল থেকে শুরু করে অন্যান্য সাংসদরা অধীরকে বাহবা দেন৷ যখন নয়াদিল্লিতে বিজেপি বিরোধিতার ঝাঁজ বাড়াচ্ছে বিরোধীরা, তখন কংগ্রেস সাংসদের এই মন্তব্যে মহাজোটের কাছে বড়া ধাক্কা৷ যদি সত্যিই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন তৃণমূল নেত্রী, তাহলে প্রস্তাবিত মহাজোটের ভবিষ্যৎ অথৈ জলে পড়বে বলে মত রাজনৈতিক মহলের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ