সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলার শ্লীলতাহানির দায়ে ধৃত আপ বিধায়কের পাশে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক বৈঠকের মাঝপথে দীনেশ মোহানিয়াকে পুলিশ গ্রেফতার করার পরেই টুইটারে মোদির বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেন কেজরি। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ‘এমার্জেন্সি ইন দিল্লি’ হ্যাশট্যাগ।
টুইটারে কেজরি অভিযোগ করেন, “মোদি দিল্লিতে জরুরি অবস্থা জারি করেছেন। যখন তখন ধরপাকড়, পুলিশি হানা, ভয় দেখানো চলছে।” এখানেই থেমে না থেকে আরেকটি টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী। মাইক্রো ব্লগিং সাইটে লেখেন, “সাংবাদিক বৈঠক থামিয়ে পুলিশ দিয়ে দীনেশ মোহানিয়াকে গ্রেফতার করিয়ে কী বার্তা দিতে চাইলেন মোদি!” অন্যান্য আপ বিধায়করাও দীনেশের পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার দিল্লি বিধানসভায় পাশ হওয়া ১৪টি বিল ফিরিয়ে দেওয়ায় কেন্দ্রকে দিল্লির ‘হেডমাস্টার’ বলে সমালোচনা করেন মোদি। ব্রিটেনের আদলে দিল্লিতেও গণভোট চেয়ে শুক্রবার টুইট করেন মোদি। ব্রেক্সিট-এর সাফল্যের পর কেজরির টুইট, দিল্লিকে পৃথক রাজ্যের তকমা দিক কেন্দ্র। দ্রুতই এই বিষয়ের উপর গণভোট হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.