Advertisement
Advertisement

Breaking News

খাবার নেই, খোদ রাজনাথকেই চিঠি আর এক জওয়ানের

এক জওয়ানের ভিডিওয়র পর আর এক জওয়ানের এই চিঠির পর স্বাভাবিকভাবেই সেনার অন্দরের পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে৷

After Jawan's FB Video, Another letter Creates Shock Wave in defence circle
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 12:05 pm
  • Updated:January 11, 2017 12:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওয়ান তেজ বাহাদুর যাদবের ভিডিও  গোটা দেশে শোরগোল ফেলেছে৷ এবার যেন সে আগুনে ঘৃতাহুতি দিল আর এক জওয়ানের চিঠি৷ সেনার অন্দরের দুর্নীতি নিয়ে আরও একবার হাটে হাঁড়ি যেন ভাঙল সেনার এই চিঠি৷ ওই জওয়ান জানিয়েছেন, সেনার অন্দরে কথায় ও কাজে বিস্তর প্রভেদ৷ ফলে ঠিকমত খাবার, পোশাক কোনওটিই পান না তাঁরা৷

দেশের প্রহরায় যাঁরা অতন্ত্র, তাঁদের খাবার বলতে কটা পোড়া পরোটা৷ ডাল বলতে দেওয়া হয় হলুদগোলা জল৷ এমনই মর্মান্তিক ভিডিও ফাঁস করেছিলেন জওয়ান তেজ বাহাদুর যাদব৷ যদিও তারপর থেকেই বিস্তর চাপানউতোর চলছে৷ ওই জওয়ান মদ্যপ ও বিশৃঙ্খল ছিল বলে অভিযোগ করেছে বিএসএফ৷ পাল্টা প্রশ্ন তুলেছে জওয়ানের পরিবারও৷ জওয়ান যদি মদ্যপ হয় তাহলে তিনি বাহিনীতে কাজই বা করছিলেন কী করে, প্রশ্ন পরিবারের সদস্যদের৷  এদিকে এই  ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ওই জওয়ানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানিয়েছেন তাঁর স্ত্রী৷ পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷

Advertisement

(খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার)

Advertisement

একদিকে যখন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, তখনই সামনে এল এক জওয়ানের চিঠি৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে প্রকাশ করা হয়েছে চিঠিটি৷ রাজনাথ সিংয়ের কাছে পাঠানো চিঠিতেও একই অভিযোগ৷ চিঠির লেখক জওয়ান জানাচ্ছেন, সেনাদের সম্পর্কে যা নিয়ম আর বাস্তবে যা হয়, তার মধ্যে অনেক ফারাক৷ না দেওয়া হয় ঠিকঠাক খাবার, না পোশাক৷ এমনকী আট ঘণ্টা কাজের কথা থাকলেও প্রায় প্রতিদিনই ২০ ঘণ্টা করে কাজ করতে হয় তাঁদের৷

(দুর্নীতির অভিযোগ জানানো জওয়ান মদ্যপ, দাবি বিএসএফের)

প্রায় ৯ পাতার ওই গোপন চিঠিতে সেনার অন্দরের কোনও গোপন কথা জানাতেই রাখঢাক করেননি তিনি৷ খাবার থেকে পোশাক নিয়ে অসন্তোষ তো আছেই৷ অস্ত্র ও আবাসন নিয়েও যে ঘোর দুর্নীতি চলছে সেনা অন্দরে তাও চিঠিতে জানিয়েছেন ওই জওয়ান৷ এক জওয়ানের ভিডিওর পর আর এক জওয়ানের এই চিঠি স্বাভাবিকভাবেই সেনার অন্দরের পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে৷

উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের

সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ