Advertisement
Advertisement

পাক নির্বাচনের আগে সীমান্তে সংঘর্ষবিরতি ৪০০ শতাংশ বাড়িয়েছে পাকিস্তান

পাক নির্বাচনের আগে উপত্যকায় অশান্তিতে ছড়াতে প্রবল মদত দিচ্ছে আইএসআই৷

Ahead of election Pakistan ups-ante across LoC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2018 8:01 pm
  • Updated:June 19, 2018 8:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র রমজান মাসই হোক বা খুশির ইদ, গত একমাস ধরে কোনও কিছুরই তোয়াক্কা করেনি পাকিস্তান৷ উৎসবের সময়কে শান্তিপূর্ণ রাখার উদ্যোগ নিয়েছিল নয়াদিল্লি৷ শর্তসাপেক্ষে বন্ধ রাখা হয়েছিল জঙ্গিদমন অভিযান৷ তবে তাতে কোনও ভাবেই কর্ণপাত করেনি ইসলামাবাদ৷ ক্রমাগত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গিয়েছে পাক রেঞ্জার্সরা৷ অন্যান্য বছরের তুলনায় যা প্রায় বেড়ে গিয়েছে ৪০০ শতাংশ৷ এমনই তথ্য উল্লেখ করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর পেশ করা বিশেষ রিপোর্টে৷ যার পিছনে অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনকে৷

[মোদির ইশারায় সমর্থন প্রত্যাহার বিজেপির, প্রবল চাপে মুফতি সরকার]

Advertisement

বিএসএফ সূত্রে খবর, গত বছর চলতি সময় পর্যন্ত সীমান্তে ১১১ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছিল পাক রেঞ্জার্সরা৷ তুলনায় চলতি বছরে তা বেড়ে হয়েছে ৪৮০৷ সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় বৈঠক করেছিল দুই দেশের ডিজিএমও-রা৷ তাতেও কোনও কাজ হয়নি৷ পাক যুদ্ধবিরতি লঙ্ঘনের এই সংখ্যাই চাঞ্চল্য তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তারক্ষীদের মধ্যে৷ ২৫ জুলাই সাধারণ নির্বাচন হতে চলেছে পাকিস্তানে৷ বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, সেই নির্বাচনের আগে পর্যন্ত সীমান্তকে উত্তপ্ত রাখবে পাকিস্তান ও আইএসআই৷ কারণ ভারতীয় গোয়েন্দাদের কাছে স্পষ্ট খবর রয়েছে, রমজানের সময়ে কাশ্মীরে হুরিয়তের মতো বিচ্ছিন্নতাবাদীদের হাতেও বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র পৌঁছে দিয়েছে আইএসআই৷ যা উপত্যকায় আইএসের পতাকা নিয়ে মিছিল করার এবং ভারতীয় সেনাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার বাড়তি সাহায্য জুগিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা৷

Advertisement

[উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সওয়ালকারীদের নিরাপত্তা জোরদার সিটের]

সেনা সূত্রে খবর, ভারতের জঙ্গিদমন অভিযান বন্ধ রাখার সিদ্ধান্তকে সম্পূর্ণ ভাবে কাজে লাগাতে চেয়েছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআই৷ সেলক্ষ্যে, গত একমাসে কাশ্মীরে প্রচণ্ড ভাবে সক্রিয় হয়ে উঠেছে তারা৷ নেওয়া হয়েছিল দ্বৈতনীতি, একদিকে সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের ব্যস্ত রাখবে পাক রেঞ্জার্সরা৷ সেই সুযোগে সীমান্ত টপকে উপত্যকায় প্রবেশ করবে জঙ্গিরা৷ ইতিমধ্যে গত কয়েকদিনে উপত্যকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ৷ প্রাণ গিয়েছে, ছ’মাসের এক শিশু, জওয়ান ঔরঙ্গজেব ও সাংবাদিক সুজাত বুখারির৷ সরকারের পক্ষ থেকে সুযোগ করে দেওয়ার পরেও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করেনি কোনও পক্ষই৷ সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় রমজানের শেষেই জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযান শুরুর নির্দেশ জারি করেছে নয়াদিল্লি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ