Advertisement
Advertisement

Breaking News

AIADMK

আন্নাদুরাই সম্পর্কে ‘কুকথা’র জের, বিজেপির সঙ্গে জোট ভাঙল জয়ললিতার দল

দাক্ষিণাত্যে ধাক্কা গেরুয়া শিবিরের।

AIADMK ends alliance with NDA। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 25, 2023 8:39 pm
  • Updated:September 25, 2023 8:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গে জোট ভাঙল জয়ললিতার দল এআইএডিএমকে। সোমবার তামিলনাড়ুর প্রধান দলীয় কার্যালয়ে বৈঠকের পর এআইএডিএমকের তরফে নেওয়া হয়েছে এমনই সিদ্ধান্ত। বিজেপির সঙ্গে জোটে যে তারা আর নেই সেকথা আগেই জানিয়েছিলেন দলের নেতা ডি জয়কুমার।

এদিন এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এআইএডিএমকের  তরফে জানানো হয়েছে, বিজেপি অকারণে তাদের প্রাক্তন নেতাদের নিশানা করছে। এনিয়ে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকের জেনারেল সেক্রেটারি ই কে পালানিস্বামী জানিয়েছেন, “আসন্ন ২৪-এর লোকসভা নির্বাচনে পৃথক দল হিসাবে লড়াই করা হবে।”  

Advertisement

[আরও পড়ুন: ওয়ানড় ছাড়ুন রাহুল, চাইছে সিপিআই! ইন্ডিয়া জোটের অন্দরে কি ফাটলের ইঙ্গিত?]

উল্লেখ্য, কয়েকদিন আগেই তামিলনাড়ুর (Tamil Nadu) প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের বিজেপি সভাপতি কে আন্নামালাই। তাতেই বেজায় ক্ষিপ্ত দল। এই প্রসঙ্গে এআইএডিএমকে নেতা ডি জয়কুমার আগেই বলেছিলেন, “বিজেপি কর্মীরা যেন এআইএডিএমকের সঙ্গে জোটের স্বপ্ন না দেখেন। আমাদের নেতাকে নিয়ে সমালোচনা কি সহ্য করব আমরা? বিজেপি আমাদের বোকা বানাতে পারবে না। তোমাদের ভোটব্যাঙ্ক সম্পর্ক ধারণা আছে। আমাদের জন্যই পরিচিতি পাচ্ছ এখানে।”

Advertisement

জয়কুমার আরও বলেন, “আর সহ্য করা হবে না (দলীয় নেতাদের সমালোচনা)। জোটের বিষয়ে বলতে পারি, কোনওরকম জোট নেই আপাতত। এআইএডিএমকে-র সঙ্গে নেই বিজেপি। নির্বাচনের সময় এই বিষয়ে ভাবা হবে। এটাই আমাদের এই মুহুর্তের অবস্থান।” এটা যে তাঁর ব্যক্তিগত মন্তব্য নয়, দলের সিদ্ধান্ত। তাও জানিয়েছিলেন ডি জয়কুমার। 

[আরও পড়ুন: ‘শহুরে নকশাল’দের সঙ্গে যোগাযোগ রয়েছে কংগ্রেসের, তোপ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ