BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

দিল্লির মাটিতে বিপজ্জনক অবতরণ এয়ার অ্যাম্বুল্যান্স-এর

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 24, 2016 7:41 pm|    Updated: May 24, 2016 7:41 pm

Air ambulance carrying at least seven people crash lands in Najafgarh area

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর দুপুরে দিল্লির মাটিতে বিপজ্জনকভাবে অবতরণ করল এয়ার অ্যাম্বুল্যান্স৷ আলকেমিস্ট এয়ারওয়েজ-এর ওই বিশেষ বিমানে সাত জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷ প্রত্যেকেই আহত হয়েছেন৷ এক জনের অবস্থা আশঙ্কাজনক৷ সকলেই দিল্লির রাও তুলারাম হাসপাতালে চিকিৎসাধীন৷

পুলিশ সূত্রে খবর, পাটনা থেকে গুরুতর অসুস্থ রোগী নিয়ে দিল্লির দিকেই আসছিল অ্যালকেমিস্ট এয়ারওয়েজ-এর ওই বিমান৷ মাঝ পথে বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়৷ অগত্যা পশ্চিম দিল্লির নজফগড়েই ক্র্যাশ ল্যান্ডিং করতে হয় পাইলটকে৷

২০১১ সালের পর এটি ভারতের দ্বিতীয় এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা৷ এর আগে পাটনার ফরিদাবাদে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় প্রাণ হারান ১০ যাত্রী৷ তবে মঙ্গলবারের দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হয়নি৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে