Advertisement
Advertisement

Breaking News

এয়ার ডেকান

করোনা পরিস্থিতিতে সংকটে এয়ার ডেকান, কর্মীদের বেতনহীন ছুটিতে পাঠাল সংস্থা

পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত বহাল থাকবে বেতনহীন ছুটি।

Air Deccan announced employees are being put on sabbatical without pay
Published by: Bishakha Pal
  • Posted:April 6, 2020 9:32 am
  • Updated:April 6, 2020 9:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের জেরে অচল হয়ে পড়েছে পরিবহন পরিষেবা। জের পড়েছে আকাশপথেও। চরম সংকটের মুখে বিমানসংস্থাগুলি। সেই কারণে আঞ্চলিক এয়ার ডেকান সংস্থার সমস্ত কর্মীদের বেতনহীন ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রবিবার একটি বিবৃতি জারি করে এই খবর জানিয়েছে সংস্থা। বিবৃতিতে এও বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। এ প্রসঙ্গে উল্লেখ্য, এয়ার ডেকান হল প্রথম ভারতীয় অসামরিক বিমান পরিবহণ সংস্থা যারা দেশের করোনা পরিস্থিতিতে তৈরি হওয়া সংকটের জেরে ঝাঁপ ফেলল।

এয়ার ডেকানের সিইও অরুণ কুমার সিং তাঁর কর্মীদের ইমেল পাঠিয়ে জানিয়েছেন, বর্তমানে বিশ্ব ও দেশের সমস্যার কথা মাথায় রেখে এবং ভারতীয় নিয়ন্ত্রকের নির্দেশনানুসারে ১৪ এপ্রিল পর্যন্ত সমস্ত বাণিজ্যিক যাত্রী বিমান স্থগিত করার জন্যই ভাবা হয়ছিল। কিন্তু এয়ার ডেকানের কাছে কোনও বিকল্প ছিল না। তাই কার্যত বাধ্য হয়েই পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এয়ার ডেকান বাতিল থাকবে। এই প্রসঙ্গে তিনি সংস্থার সমস্থ স্থায়ী, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীকে অবিলম্বে বিনা বেতনে ছুটিতে যাওয়ার কথা বলেছেন। এনিয়ে পরের সপ্তাহে সংস্থায় বিভাগীয় প্রধানদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। তখনই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। তিনি এও জানিয়েছেন, এয়ার ডেকান অনুকূল পরিস্থিতিতে ফিরে এলে কর্মীদের ফের তাঁদের পদ ফিরিয়ে দেওয়া হবে।

Advertisement

[ আরও পড়ুন: নমোর আহ্বানে সাড়া দিয়ে প্রদীপ জ্বালানোর পর ফাটল দেদার শব্দবাজি, আগুনের গ্রাসে আবাসন ]

গুজরাটকে কেন্দ্র করে পশ্চিম ভারতের আঞ্চলিক রুটে অসমানরিক বিমান চালায় এয়ার ডেকান। সংস্থার ১৮ সিটের চারটি বিচক্র্যাফটের বিমান রয়েছে। লকডাউনের মধ্যে ভারতের অনেক বিমানসংস্থার দেউলিয়া হওয়ার মতো অবস্থা। অন্যান্য সংস্থাগুলি বিমানচালকদের ছুটিটে পাঠাচ্ছে। কর্মীদের বেতন ও বেতন ছাঁটা ইত্যাদি পদক্ষেপ নিয়েছে। ইন্ডিগো তার সিনিয়র কর্মীদের জন্য ২৫ শতাংশ অবধি বেতন কাটা ঘোষণা করেছে। ভিস্তারা মার্চ মাসে তার সিনিয়র কর্মীদের জন্য তিন দিন পর্যন্ত বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটি ঘোষণা করেছে। স্পাইসজেট জানিয়েছে যে তার কর্মচারীদের বেতন ১০ থেকে ৩০ শতাংশের মধ্যে হ্রাস পাবে এবং এয়ার ইন্ডিয়া আগামী তিন মাসের জন্য কেবিন ক্রু ব্যতীত প্রতিটি কর্মচারীর জন্য ভাতা বাবদ ১০ শতাংশ কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিভিন্ন ভাবে ব্যয়সংকোচনের চেষ্টা করছে তারা। এই পরিস্থিতিতে এয়ার ডেকানের এমন সিদ্ধান্ত বিমানসংস্থাগুলির পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে দিল।

Advertisement

[ আরও পড়ুন: করোনা LIVE UPDATE: উদ্বেগ বাড়াচ্ছে মার্কিন মুলুক, গত ২৪ ঘণ্টায় মৃত ১২০০ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ