Advertisement
Advertisement

Breaking News

মন্ত্রিসভা থেকে কাকাকে ছাঁটলেন অখিলেশ

অখিলেশের এই সিদ্ধান্তে নির্বাচনের আগে উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণ যে অনেকটাই বদলাতে পারে, এমনটাই আঁচ করছে রাজনৈতিক মহল৷

Akhilesh Yadav sacks Uncle Shivpal from cabinet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 1:02 pm
  • Updated:January 16, 2020 5:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টির ঘরের কোন্দলের প্রভাব পড়ল অখিলেশ যাদবের মন্ত্রিসভাতেও৷ রবিবার চার মন্ত্রীকে বরখাস্ত করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ তাঁদের মধ্যে আছেন তাঁর কাকা শিবপাল যাদবও৷

বেশ কিছুদিন ধরেই দলীয় সমস্যায় জেরবার মুলায়ম সিং যাদবের সংসার৷ কাকা-ভাইপোর লড়াইয়ে আসন্ন নির্বাচনে আখেরে পায়ের তলার মাটি হারাচ্ছিল সমাজবাদী পার্টি৷ যদিও ‘নেতাজি’ মুলায়মের মধ্যস্থাতাতে আপাত শান্তির একটি বাতাবরণ তৈরি হয়েছিল৷ নির্বাচনে লড়ার ক্ষেত্রে অখিলেশই যে দলের মুখ তাও নিশ্চিত করে দেওয়া হয়েছিল৷ কিন্তু এই শান্তির পরিস্থিতি আর থাকল না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ রবিবারই কাকা শিবপাল যাদবকে বরখাস্ত করলেন অখিলেশ৷ এদিন লখনউতে দলীয় কার্যালয়ে এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ এরপরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়৷ মণিপুরের বিধায়ক রাজু যাদব বৈঠকের পর জানান, অমর সিংয়ের ঘনিষ্ট কেউ তাঁর মন্ত্রিসভায় থাকুন, চান না অখিলেশ৷ তার জেরেই নেওয়া হয়েছে এই কড়া সিদ্ধান্ত৷ অখিলেশের এই সিদ্ধান্তে নির্বাচনের আগে উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণ যে অনেকটাই বদলাতে পারে, এমনটাই আঁচ করছে রাজনৈতিক মহল৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ