Advertisement
Advertisement
Maharashtra-Karnataka

কর্ণাটক-মহারাষ্ট্রের সীমানা বিবাদ তুঙ্গে, সামলাতে হিমশিম শাহ

দুই রাজ্যের সীমানা পুনর্বিন্যাসের পর থেকেই এই সমস্যার সূত্রপাত।

All eyes on Shah’s meet with Maharashtra, Karnataka CMs। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 14, 2022 7:39 pm
  • Updated:December 14, 2022 7:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র-কর্ণাটক সীমানা বিবাদে এবার প্রবেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। বুধবার রাতেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। আপাতত সেই বৈঠকের দিকেই চোখ সকলের। এই প্রথম এই বিষয়ে মধ্যস্থতা করতে চলেছে কেন্দ্র।

মহারাষ্ট্রের (Maharashtra) সাংসদদের এক প্রতিনিধি দল শাহর সঙ্গে দেখা করার পরই বৈঠকের পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার অমিত শাহর সঙ্গে বৈঠকের পর জট খোলে কিনা। উল্লেখ্য, এই সমস্যা কোনও নতুন ইস্যু নয়। ১৯৫৭ সালে রাজ্যের সীমানা পুনর্বিন্যাসের পর থেকেই এই সমস্যার সূত্রপাত। মহারাষ্ট্রের অভিযোগ, ওই রাজ্যের সীমানা সংলগ্ন কয়েকটি অংশ কর্ণাটককে (Karnataka) দেওয়া হয়। এই নিয়েই বিতর্ক তুঙ্গে ওঠে। সম্প্রতি দুই রাজ্যের সীমানাবর্তী এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটার অভিযোগ উঠেছে।

Advertisement

[আরও পড়ুন: মদ কাণ্ডে উত্তাল ‘ড্রাই’ বিহার, ‘তোমরা মাতাল’, বিধানসভায় বিজেপি বিধায়কদের তোপ নীতীশের]

প্রসঙ্গত, সম্প্রতি অসম ও মেঘালয়ের সীমানা সংলগ্ন এলাকাতেও আইন শৃঙ্খলার অবনতি ঘটার অভিযোগ উঠেছিল। সংঘর্ষে ৬ জনের মৃত্যুর কথাও জানা গিয়েছিল। সব মিলিয়ে ৮৮৪ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত ১২টি এলাকা ঘিরে সীমানা সংক্রান্ত সমস্যা রয়েছে। গত জানুয়ারিতে দুই রাজ্য সম্মত হয় এই সমস্যার সমাধানে। ১৯৭২ সাল থেকে এই বিতর্ক রয়েছে। যা আজও মেটেনি।

Advertisement

একই বিতর্ক রয়েছে অসম-মিজোরাম সীমানা নিয়েও। গত আগস্টে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়। সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছিল দুই পড়শি রাজ্য। রক্তাক্ত সংঘাত রুখতে মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। তারও আগে গত জুলাই মাসে সীমানা বিবাদের জেরে রক্তাক্ত সংঘাতে জড়িয়ে পড়ে অসম ও মিজোরামের পুলিশ বাহিনী। কাছাড় জেলার লায়লাপুর ও মিজোরামের কলাশিব জেলার সীমানায় হওয়া ওই খণ্ডযুদ্ধে নিহত হন অসম পুলিশের ছয় জওয়ান। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অভিযোগ করেন যে জোর করে অসমের জমি দখলের চেষ্টা করছে পড়শি রাজ্যটি।

[আরও পড়ুন: কাঁধে বিপুল অঙ্কের ভর্তুকির বোঝা, প্রবীণ নাগরিকদের ছাড় এখনই নয়, ইঙ্গিত রেলমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ