BREAKING NEWS

১৭ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

মুসলিম ব্যক্তি দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে সঙ্গে থাকতে বাধ্য করতে পারেন না, মন্তব্য হাই কোর্টের

Published by: Biswadip Dey |    Posted: October 11, 2022 5:16 pm|    Updated: October 11, 2022 5:29 pm

Allahabad HC held that court cannot compel a woman to live with her husband who has married again। Sangbad Pratidin

প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী যদি দ্বিতীয়বার বিয়ে করেন, তাহলে প্রথম স্ত্রীকে তাঁর সঙ্গে বাস করতে বাধ্য করতে পারে না আদালত। একটি মামলায় এমনই মন্তব্য এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court)। ইসলামে এক স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের অধিকার দেওয়া হয়। কিন্তু আদালত প্রথম স্ত্রীকে স্বামীর সঙ্গে থাকার নির্দেশ দিতে পারে না। একথা জানানোর পাশাপাশি বিচারপতি সূর্যপ্রকাশ কেশরওয়ানি ও রাজেন্দ্র কুমারের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা তাঁর প্রতি ক্রূরতারই প্রকাশ।

জানা গিয়েছে, এক মুসলিম ব্যক্তি প্রথম স্ত্রীকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করেন। এরপর তিনি পরিবার আদালতের দ্বারস্থ হন, দুই স্ত্রীর সঙ্গেই একসঙ্গে বসবাসের অধিকার চেয়ে। কিন্তু সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে গেলে তিনি হাই কোর্টে যান। কিন্তু উচ্চ আদালতেও খারিজ হয়ে গেল তাঁর আরজি। আদালত জানিয়ে দিল, এভাবে কাউকে তাঁর স্বামীর সঙ্গে বসবাসের জন্য বাধ্য করা যায় না। সেই সঙ্গে কার্যত ভর্ৎসনার সুরে বিচারপতিরা বলেন, ”যে সমাজে মহিলাদের সম্মান নেই তাকে সভ্য সমাজ বলা যায় না।”

[আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুনর্নিয়োগ রাজ্যের এক্তিয়ারের বাইরে, রায় সুপ্রিম কোর্টের]

আবেদনকারী আজিজুর রহমান ও হামিদুন্নিশার বিয়ে হয় ১৯৯৯ সালের ১২ মে। আজিজুর হামিদুন্নিশাকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করেন। সমস্যার সূত্রপাত সেখান থেকেই। এপ্রসঙ্গে সংবিধানের ২১ নম্বর ধারার উল্লেখ করে আদালত জানায়, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রয়েছে নিজের মতো করে বাঁচার। তাঁকে সেই অধিকার থেকে বঞ্চিত করা যায় না।

সেই সঙ্গে কোরানের উল্লেখ করেও বিচারপতিরা জানান, কোনও মুসলিম ব্যক্তির যদি পরিবারের ভরণপোষণ করার ক্ষমতা না থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ে করা থেকে বিরত থাকাই উচিত।

[আরও পড়ুন: দেশে প্রথমবার হিন্দিতে পড়ানো হবে ডাক্তারি, নতুন বই প্রকাশ করবেন অমিত শাহ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে