Advertisement
Advertisement

Breaking News

স্বাধীনতা দিবসে নাশকতার আশঙ্কা, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বেস ক্যাম্পেই থাকবেন পুণ্যার্থীরা৷

Amarnath Yatra halted for Independence Day of India
Published by: Sayani Sen
  • Posted:August 13, 2018 3:58 pm
  • Updated:August 13, 2018 8:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  উপত্যকায় একের পর এক জঙ্গি হামলায় উদ্বিগ্ন প্রশাসন৷ স্বাধীনতা দিবসে জঙ্গি হামলার আশঙ্কার কথা বারবার জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি৷ তাই পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী তিন দিন অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর প্রশাসন৷ সোমবার থেকে আগামী ১৫ আগস্ট পর্যন্ত অমরনাথের উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না কাউকেই৷

[সুখবর, এবার রেলে আরপিএফ নিয়োগে ৫০ শতাংশ সংরক্ষণের আওতায় মহিলারা]

১৪ ও ১৫ আগস্ট জঙ্গি হামলার আশঙ্কায় থমথমে উপত্যকা৷ জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে কাশ্মীর উপত্যকা থেকে জম্মুর ভগবতী নগর যাত্রীনিবাসের দিকে যেতে দেওয়া হবে না কাউকেই৷ আগামী তিনদিন বালতাল ও পহেলগাঁওয়ের বেস ক্যাম্পে আপাতত থাকার বন্দোবস্ত করা হয়েছে পুণ্যার্থীদের৷ নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ওই দুটি বেস ক্যাম্পকে৷ চতুর্দিক ঘিরে রেখেছেন সেনা জওয়ানরা৷ ড্রোনের সাহায্যে ওই বেসক্যাম্পগুলিতে নজরদারিও চালানো হচ্ছে৷

Advertisement
[সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন সোমনাথ, টুইটারে শোকপ্রকাশ মোদি-মমতার]

চলতি বছর ২৮ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হয়৷ প্রায় তিন লক্ষের কাছাকাছি মানুষ অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তও করেন৷ কিন্তু তার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে জম্মু-কাশ্মীরে৷ দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা৷ পিডিপি-র হাত ছাড়ে বিজেপি৷ পতন হয় মুফতি সরকারের৷ রাজ্যপাল শাসন জারি হয় উপত্যকায়৷ অথচ সেই সময় একের পর এক জঙ্গি হামলা হয় জম্মু-কাশ্মীরে৷ অমরনাথ যাত্রীদের উপর হামলা করতে পারে জঙ্গিরা৷ এই দুশ্চিন্তায় বাড়ানো হয় নিরাপত্তা৷ আঁটোসাঁটো নিরাপত্তায় চলতি বছর সময় মতোই শুরু হয়েছিল অমরনাথ যাত্রা৷ কিন্তু কখনও বৃষ্টি আবার কখনও বা ভূমিধসের জেরে বারবারই পুণ্যভূমি যাত্রা স্থগিত হয়ে যায়৷ মাঝপথে থমকে যেতে হয় পুণ্যার্থীদের৷  বালতাল ও পহেলগাঁও বেস ক্যাম্পেই আশ্রয় নিতে হয় তাঁদের৷ দুর্যোগ কাটতেই ২ জুলাই পুণ্যার্থীর দল অমরনাথে পৌঁছান৷ ওইদিন জম্মু থেকেও কয়েক হাজার পুণ্যার্থী অমরনাথের উদ্দেশ্যে রওনা হন৷ এরপর ৮জুলাই হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির নিকেশের বর্ষপূর্তিতেও স্থগিত করে দেওয়া হয় অমরনাথ যাত্রা৷ কিন্তু ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগে এবার নিরাপত্তার স্বার্থে পুণ্যভূমির যাত্রা স্থগিত হয়ে যায়৷

Advertisement
[মর্মান্তিক! নয়ানজুলিতে গাড়ি উলটে মৃত একই পরিবারের সাত শিশু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ